Rakhi Sawant: এক অঙ্গে কত রূপ! কখনও হিজাব পরে ইফতার পালনব করছেন তো কখনও আবার স্বল্পপোশাকে শরীরী হিল্লোল। রাখি সাওয়ন্তের এই 'বহুরূপী' অবতার বিভিন্ন সময় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২ মার্চ থেকে ইসলাম ধর্মাবোলম্বীরা রোজা পালন করে ইফতার করছেন। সেই দলে এবার নাম লেখালেন কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ন্ত। এই মুহূর্তে দুবাইয়ে আছেন অভিনেত্রী। সেখানেই ইফতার পালন করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যেখানে বুরখা পরে রাস্তায় দাঁড়িয়ে ইফতারের খাবারের বক্স বিতরণ করছেন রাখি। প্রাক্তন স্বামী আদিল খান দুরানির সঙ্গে বিয়ের পর পদবী বদলে ফতিমা হয়েছিলেন। রাখি নিজের টাকায় ২০ জন গরীর মানুষকে উমরাহ পালনে সাহায্য করেছেন। হোলির আগে রাখির এই ভিডিও দেখে খুশি নেটপাড়া।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, দুবাই পুলিশ তাঁকে ইফতার পার্টিতে আমন্ত্রণ করেছিলেন। সেই সঙ্গে ১০০ জন কর্মচারীকে ইফতারের খাবার বিতরণের অনুরোধ করেন। রাখির মতে, প্রত্যেকের এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। পবিত্র রমজান মাসে এই ধরনের কাজ বারবার করতে চান রাখি সাওয়ন্ত। একটি ভিডিওবার্তায় অভিনেত্রী বলছেন,'উপবাসের অর্থ শুধুমাত্র ক্ষুধার্থ অবস্থায় থাকা নয়। অনেক মানুষকে দেখি সকালে পেট পুড়ে খাওয়াদাওয়া করে। যদিও সেটা খুব হালকা খাবার। যত ক্ষুধার্থ থাকবেন আপনার শরীর তত ভাল থাকবে।'
ইফতারে খাবার বিতরণ প্রসঙ্গে রাখির সংযোজন, 'অনেক মানুষকে আমরা খাবার খাইয়েছি। সেখানে প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ ছিলেন। ভগবান আমাকে এই ধরনের কাজ করার ক্ষমতা দিক। মানুষকে সাহায্য করা, উমরাহ পাঠানো আমার কর্তব্য। হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের সাহায্য করতে চাই। তাঁদের জন্য প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন দিতে চাই। রমজান মাসে মানুষকে যেভাবে যতটুকু পারি সাহায্য করব।'
রাখি সাওয়ন্ত আর বিতর্ক ওতোপ্রতভাবে জড়িত। একের পর এক বিয়ে, ডিভোর্সের কারনে চর্চায় ছিলেন অভিনেত্রী। ২০২২-এ আদিল খান দুরানির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন রাখি সাওয়ন্ত। ২০২৩-এ আলাদা হয় তাঁদের পথ। একে অপরকে দোষারোপ করেছেন। সেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আদিলের আগে ব্যবসায়ী রীতেশ সিং-কে বিয়ে করেছিলেন।
সম্প্রতি আবার পাক অভিনেতা-প্রযোজক ও পুলিশ অফিসার Dodi Khan-কে বিয়ের কথা ঘোষণা করেন রাখি। পাকিস্তানে বসবে বিয়ের আসর আর ভারতে হবে রিসেপশন। মধুচন্দ্রিমায় যাবেন সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে! কিন্তু, তীরে এসে তরী ডুবেছে। একটি ভিডিওবার্তায় Dodi Khan রাখির প্রতি সম্মান প্রদর্শন করে জানিয়ে দেন তাঁর পক্ষে রাখিকে বিয়ে করা সম্ভব নয়।