scorecardresearch

রাখীর তুলনা নেই, দুঃস্থ শিশুর চিকিৎসা-পড়াশোনায় সাহায্যের হাত বাড়ালেন অভিনেত্রী

সঙ্গে সঙ্গেই ফোন থেকে টাকা পাঠালেন রাখী, তারপর…?

রাখি সাওান্ত, Rakhi sawant, Rakhi Sawant controversy, rakhi sawant bollywood, bollyood update rakhi sawant, rakhi sawant gave money
রাখী সাওান্তের মহানুভবতা

মহানুভব রাখী সাওয়ান্ত। অভিনেত্রীর ব্যবহারে, এবং শিক্ষায় মুগ্ধ সকলে। এমনিতেই তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তবে, এবার এমন এক কাজ করলেন যে তাঁকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।

মাঝেমধ্যেই রাস্তাঘাটে এদিক ওদিক পাপারাজ্জিদের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাঁকে। তবে, এবার তাঁকে দেখে যেন অবাক হয়েছেন অনেকেই। মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল রাখীকে। অভিনেত্রীর কাজে মুগ্ধ সকলেই। এক গরীব মানুষের ব্যাংক একাউন্টে নিজের ফোন থেকেই টাকা দিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এও বললেন… তাঁর বাচ্চার চিকিৎসা করাতে।

আসলেই ঘটেছে এই ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে এক মহিলার সঙ্গে কথা বলছিলেন তিনি। তাঁর আর্থিক অবস্থা এবং পরিস্থিতির কথা চিন্তা করেই, রাখী সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিলেন। এমনকি দেখেও নিতে বললেন, টাকা ঢুকল কিনা। বললেন, “বাচ্চার চিকিৎসা করান। ওকে লেখাপড়া করান। আমি এরপর থেকে টাকা পাঠাতে থাকবো। আর কখনও নিজেকে একা মনে করবেন না”।

পরক্ষনেই সকলে তাঁকে সাধুবাদ জানান। সঙ্গে ছিলেন এক বয়স্ক মহিলাও। তাঁকেও পরম আদরে রাখি জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, ভালোবেসে রাখীর গেলে চুমু এঁকে দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সকলেই কুর্নিশ জানাচ্ছেন রাখীকে। তাঁদের বক্তব্য, একজন ভাল মানুষ। ওর মন খুব বড়। আবার কেউ বলছেন, যে কাজটা করেছে যথেষ্ট ভাল কাজ। সকলের করা উচিত।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rakhi sawant praised for her social work