Rakhi Sawant: 'জমে থাকা ধর্ষণ মামলাগুলোর সমাাধান করুন', রণবীর বিতর্কে সমন পাঠাতেই পালটা আক্রমণ রাখির

Rakhi Sawant On India's Got Latent: ইন্ডিয়া'জ গট ট্যালেন্ট-এ বাবা-মাকে নিয়ে রণবীর ইলাহাবাদিয়ার বিতর্কের মন্তব্যের জেরে এবার সমন পেলেন রাখি সাওয়ন্ত-ও। শোয়ে অংশগ্রহণকারী প্রত্যেকেই সমন পাঠিয়েছে মহারাষ্ট্র অপরাধদমন শাখা। সমন পেয়ে পালটা কী হুঁশিয়ারি রাখির?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রাখি সাওান্ত, Rakhi sawant, Rakhi Sawant controversy, rakhi sawant bollywood, bollyood update rakhi sawant, rakhi sawant gave money

রণবীর বিতর্কে সমন পাঠাতেই পালটা আক্রমণ রাখির

India's Got Latent Row:'ইন্ডিয়া'জ গট ট্যালেন্ট'-এ (India's Got Latent) ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার একটি মন্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ। বাবা-মায়ের সঙ্গম নিয়ে 'দুষ্টুমি' করতেই বিতর্কে জড়িয়েছেন। ক্ষমা চেয়েও চিড়ে ভেজেনি। শীর্ষ আদালত রণবীরের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। বন্ধ হয়ে গিয়েছে এই বিতর্কিত শো। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।

Advertisment

সমন পাটানো হয়েছে প্রত্যেককে। সেই তালিকায় রয়েছেন কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ন্ত। আগামী ২৭ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার কথা বলতেই একেবারে ফুঁসে উঠলেন রাখি। শুক্রবার মহারাষ্ট্র অপরাধদমন শাখা রাখিকে সমন পাঠানোর পর একটি ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন 'বিতর্কিত' অভিনেত্রী রাখি সাওয়ন্ত। 

Advertisment

সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে সমন পাঠিয়ে কোনও লাভ নেই। একইসঙ্গে সুর চড়িয়ে জমে থাকা ধর্ষণ মামলাগুলো সমাধানের পরামর্শ দিয়েছেন। রাখি যে ঠোঁট কাটা সে কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। একেবারে চেনা ভঙ্গিতেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। মহারাষ্ট্র অপরাধদমন শাখার বিরুদ্ধে পালটা অভিযোগ তুলে বললেন, 'আমাকে সমন পাঠানো অর্থহীন। ধর্ষণের অনেক মামলা জমা হয়ে আছে। আগে সেগুলোর সমাধান করুন।'  একইসঙ্গে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে টাকা-পয়সা ব্যায় করাও সম্ভব নয়। 

নিজস্ব স্টাইলে রাখি ভিডিওবার্তায় বলতে থাকেন, 'এখন আমি দুবাইয়ে থাকি। হাতে কাজও নেই। টাকা পয়সা খরচ করার সামর্থও নেই। যদি আমাকে ভিডিও কল করেন তাহলে আমি সবটা বলে দেব। আমি একজন আর্টিস্ট। টাকা দিয়ে আমাকে শোয়ে নিয়ে গিয়েছে। সাক্ষাৎকার দিয়েছি। ব্যাস। আমি তো কোনও অশ্লীল মন্তব্য করিনি। সমন পাঠিয়ে আখেরে কোনও লাভই হবে না। এক পয়সাও দিতে পারব না।  আমি ভিখারি।'

অভিযোগ জানানোর পাশাপাশি মহারাষ্ট্র অপরাধদমন শাখাকে পরামর্শও দিয়ে দিলেন রাখি। ভিডিওবার্তায় রীতিমতো কাগগোড়ায় দাঁড় করিয়েছে মহারাষ্ট্র অপরাধদমন শাখাকে। রাখির মতে, 'যে সব ধর্ষণ মামলা পাঁচ থেকে ১০ বছর ধরে জমে রয়েছে সেগুলোর কথা ভাবুন। সেই মেয়েদের মা-বাবার মনের অবস্থাটা বুঝুন। দোষীদের শাস্তি দিন। আমরা কোনও অন্যায় করিনি। '

reality show Bollywood News Rakhi Sawant bollywood actress India’s Got Talent