Advertisment

Rakhi sawant: পাক অভিনেতা-প্রযোজকের সঙ্গে তৃতীয় বিয়ে, দুবাইয়ে সংসার পাতবেন রাখি, কোথায় হবে হানিমুন?

Rakhi sawant Third Marriage: তৃতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রাখি। পাক পাত্রকে বিয়ে করার সিদ্ধান্ত। নতুন সংসার থেকে হানিমুন প্ল্যানিং শেয়ার করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রাখি সাওান্ত, Rakhi sawant, Rakhi Sawant controversy, rakhi sawant bollywood, bollyood update rakhi sawant, rakhi sawant gave money

তৃতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রাখি

Rakhi sawant To Tie Knফের পেজ থ্রি খবরে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ন্ত। ব্যক্তিগত জীবনে নিয়ে বরাবরই চর্চায় থাকেন। বলা ভাল বিতর্ক যেন তাঁকে একেবারে আষ্টপিষ্ঠে জড়িয়ে থাকে। এবার নাকি তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন রাখি। পাত্র পাকিস্তানের! শুনে চমকে গেলেন তো?

Advertisment

কিন্তু, এটাই সত্যি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ন্ত নিজেই বিয়ের কথা জানিয়েছেন। অভিনেত্রীর দাবি, তিনি পাক অভিনেতা ও প্রযোজক  Dodi Khan-রে বিয়ে করতে চেলেছেন। আর বিয়ের পর তাঁরা দুবাইয়ে নতুন সংসার পাতবেন। 

আদিলের সঙ্গে বিচ্ছেদের পর অনেক বিয়ের প্রস্তাব পেয়েছেন রাখি। কিন্তু, তাঁর পছন্দ পাক পাত্রকে।  ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, 'আমি বিয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছি। যখন পাকিস্তানে গিয়েছিলাম তখন ওঁরা দেখেছেন আমি কী ভাবে আগের দুটো বিয়েতে প্রতারিত হয়েছি। ভারত-পাকিস্তান একে অপরকে ছাড়া কিছু করতে পারে না। আমি পাকিস্তানের মানুষদের ভালবাসি।  ওখানে আমার অনেক ভক্ত রয়েছে।' 

Advertisment

বিয়ে প্রসঙ্গে রাখির সংযোজন, 'পাক রীতি মেনে পাকিস্তানেই বিয়ের আয়োজন করা হবে। রিসেপশন হবে ভারতে। হানিমুনে আমরা সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড যাব। ফিরে এসে দুবাইয়ে নতুন জীবন শুরু করব।' এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংসের দাবি, এটা পাবলিসিটি স্ট্যান্ট ছাড়া আর কিছুই নয়। প্রচারের আলোয় থাকতে রাখি এবার তৃতীয় বিয়ের ফাঁদ পেতেছেন।

প্রসঙ্গত, ২০২২-এ আদিল খান দুরানির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন রাখি সাওয়ন্ত। ২০২৩-এ আলাদা হয় তাঁদের পথ। একে অপরকে দোষারোপ করেছেন। সেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। রাখি প্রাক্তনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। রাখির থেকে টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন। আদিলও রাখির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ দায়ের করেছিলেন। 

উল্লেখ্য, আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে ফতিমা হয়েছিলেন রাখি সাওয়ন্ত। আদিলের আগে ব্যবসায়ী রীতেশ সিং-কে বিয়ে করেছিলেন। তাঁরা একসঙ্গে বিগ বস ১৪-তে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, গত বছর রাখির অস্ত্রোপচারের সময় সর্বক্ষণ তাঁর পাশে থেকেছেন।

bollywood movie Bollywood News Rakhi Sawant Bollywood Song bollywood actress Bollywood Wedding
Advertisment