Advertisment

'আমার নগ্ন ভিডিও বাজারে বিক্রি…', প্রাক্তন স্বামী আদিলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রাখীর

কেঁদে ভাসালেন রাখী। অভিযোগের পাহাড় তাঁর বিরুদ্ধেও

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rakhi sawant, rakhi sawant alleged her husband, adil khan, rakhi sawant controversy, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

রাখীর অভিযোগ

রাখী সাওয়ান্ত এবং তাঁর প্রাক্তন স্বামী আদিল খানের যুক্তি তক্কো বিতর্ক তুঙ্গে। একে অপরকে ক্রমাগতই দোষ দিয়ে চলেছেন দুজনে। জেল থেকে বেরোতেই রাখীর বিরুদ্ধে নানা মন্তব্য করেন আদিল। এদিকে পিছিয়ে নিয়ে বিতর্ক কুইন রাখী নিজেও।

Advertisment

গতকালই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আদিলের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই রাখী আন্দাজ করতে পারতেন অনেককিছুই। কিন্তু সময়ের সাপেক্ষে সবকিছু বদলে যাবে এই ভেবেই যেন মুখে কুলুপ এঁটেছিলেন। রাখী গতকাল সাংবাদিক বৈঠকে জানান এক বিস্ফোরক তথ্য। হানিমুনের নগ্ন ভিডিও বিক্রি করেন আদিল!

আরও পড়ুন - ফুটবলের পর ক্রিকেট বিশ্বকাপেও, বলিউড অভিনেত্রী উর্বশীর হাতেই হল শুভকাজ

হিন্দু থেকে মুসলিম হয়েই আদিলকে বিয়ে করলেন তিনি। তারপর থেকেই অশান্তি শুরু। রাখী অভিযোগ জানিয়েছেন, হানিমুনে বাথটাবের নগ্ন ভিডিও নাকি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছেন আদিল। বললেন, "আমাদের ব্যাক্তিগত মুহূর্ত। নগ্ন অবস্থায় একটি ভিডিও ৫০-৬০ লক্ষ টাকায় বিক্রি করেছে। আমি সব জানতাম বুঝতাম যে ও আমায় নিয়ে ছেলেখেলা করছে। কিন্তু, ভাবতাম সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।"

যদিও, রাখীর বিরুদ্ধেও অভিযোগ এনেছেন আদিল। জেল থেকে মুক্তি পেয়েই তিনি জানান, রাখী তাঁর প্রাক্তন স্বামীকে ডিভোর্স না দিয়েই তাঁকে বিয়ে করেন। দুজনেই দুজনের বক্তব্য রাখতে ব্যস্ত। অন্যদিকে, রাখীর প্রিয় বন্ধু জানিয়েছেন অভিনেত্রী নাকি অসুস্থ।

bollywood Entertainment News
Advertisment