/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/bollywood-siblings-759.jpg)
প্রত্যেক সফল তারকার পেছনে ততোধিক ভাল সমর্থন করার মতো পরিবার থাকে সেকথা মিথ্যে নয়। আবার থাকে শুধুমাত্র দাদা বা ভাই বা বোন কিংবা দিদি।
প্রত্যেক সফল তারকার পেছনে ততোধিক ভাল সমর্থন করার মতো পরিবার থাকে সেকথা মিথ্যে নয়। আবার থাকে শুধুমাত্র দাদা বা ভাই বা বোন কিংবা দিদি। আজ সেই সমস্ত জুটির কথাই প্রকাশ্যে আনব যারা আড়ালেই থাকলেন আজকের তারকাদের সাফল্যের সিঁড়ি হয়ে।
অনুষ্কা শর্মা-কর্নেশ শর্মা
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/karnesh-sharma-anushka-sharma-759.jpg)
অনুষ্কা শর্মার দাদা কর্নেশ তাঁরই বিজনেস পার্টনার। কর্নেশ অনুষ্কার সঙ্গেই খুলেছেন ক্লিন স্লেট ফিল্মস প্রোডাকশন হাউস। ইতিমধ্যেই এন এইচ টেন, ফিলাউরি ও পরির মতো ছবির প্রযোজনাও করেছে এই হাউস।
অলকা ভাটিয়া-অক্ষয় কুমার
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/alka-bhatia-akshay-kumar-759.jpg)
আগের বছরই একটি ভিডিওতে অক্ষয়ের বোনকে সাহস যোগানোর কথা বলেছিলেন অলকা ভাটিয়া। লাইমলাইটের পেছনে থাকা অলকা বলেছিলেন, অক্ষয়ের বিপরীতে গিয়ে তার থেকে ১৫ বছরের বড় বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলেন। অলকার বর সুরেন্দ্র হিরানন্দানি হিরানন্দানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।
রণবীর সিং ভবনানি- ঋতিকা ভবনানি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/ritika-bhavnani-ranveer-singh-759.jpg)
নিজের ভাইয়েরই ভক্ত ঋতিকা ভবনানি। প্রত্যেকবার রাখীতে নাকি তার পায়ে হাত দিয়ে রণবীর তাঁকে লজ্জায় ফেলেন। এরা দুজনে দুজনের ভীষণ কাছের, প্রত্যেক সাক্ষাৎকারে রণবীর এটাকে ক্রেজি বন্ড বলে আখ্যা দিয়েছেন।
সিদ্ধার্থ চোপড়া-প্রিয়াঙ্কা চোপড়া
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/siddharth-chopra-priyanka-chopra-759.jpg)
বলিউডে বোন আছে বলে নয়, নিজের জগতে কিন্তু অত্যন্ত জনপ্রিয় সিদ্ধার্থ। সুইজারল্যান্ড থেকে রান্না বিদ্যায় পারদর্শী হয়ে এখন তিনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন। দ্য মাগশট লাউঞ্চ নামে পুনেতে একটি প্লাস পাবও রয়েছে তাঁর।
রণবীর কাপুর-ঋদ্ধিমা কাপুর সাহানি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/riddhima-kapoor-sahani-ranbir-kapoor-759.jpg)
ঋদ্ধিমা একজন সফল ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার। নিজের ছোটবেলার বন্ধু ও দিল্লির বিজনেস ম্যান ভারত সাহানিকে বিয়ে করেন ২০০৬ এ। বড়পর্দায় না এলেও সোশাল মিডিয়ায় রণবীরের সৌজন্যে ধরা দিয়ে থাকেন তিনি।
সুস্মিতা সেন- রাজীব সেন
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/rajeev-sen-sushmita-sen-759.jpg)
সোশাল মিডিয়ায় কিন্তু বেশ জনপ্রিয় রাজীব সেন। অনেক ফ্যাশন শোয়ে একসঙ্গে হেঁটেওছেন সুস্মিতা-রাজীব।
শেহনাজ লালা রুখ-শাহরুখ খান
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/shehnaz-lala-rukh-shah-rukh-khan-759.jpg)
কিং খানের থেকে প্রায় ৬ বছরের বড় তাঁর দিদি। তবে শাহরুখের বাবা-মা মারা যাওয়ার পর তিনি ডিপ্রেশনে চলে যান শেহনাজ। শাহরুখ বলেন, শেহনাজ ভীষণ আউগোয়িং পারসেন। তবে নিজে লো প্রোফাইলে থাকেন শেহনাজ।
শিবাঙ্গ ও সহজ-পরিণীতি চোপড়া
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/shivang-and-sahaj-parineeti-chopra-759.jpeg)
পরিণীতির দুজন ভাই শিবাঙ্গ ও সহজ। অভিনেত্রী তো নিজে সহজকে তাঁর প্রিয় বন্ধু বলেন। আর শিবাঙ্গের কাছ থেকে জীবনের পরামর্শ নেন তিনি। সহজ অম্বালাতে কাজ করেন আর শিবাঙ্গ পুনেতে পড়াশোনা করেন।
আদিত্য রাই- ঐশ্বর্য রাই বচ্চন
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/aditya-rai-aishwarya-rai-bachchan-759.jpg)
অ্যাশের বড়ভাই আদিত্য মার্চেন্ট নেভিতে ইঞ্জিনিয়ার। ২০০৩-এ ঐশ্বর্যর ছবি দিল কা রিসতা-র সহ প্রযোজক ছিলেন আদিত্য। আর ছবিটার সহ চিত্রনাট্যকার ছিলেন ঐশ্বর্যর না বিন্দ্রা রাই
রাহুল ভাট-আলিয়া ও পুজা ভাট
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/rahul-bhatt-alia-bhatt-pooja-bhatt-759.jpg)
পুজার ভাই রাহুল ও আলিয়ার সৎ ভাই একজন ফিটনেস ট্রেনার। ২০০৮ এ মুম্বাই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলির বন্ধু হওয়ায় তাঁর নামে কুখ্যাত হয়েছিল। আর তার ইমেজ পরিষ্কার করতেই বিগ বসের চতুর্থ সিজনে যোগ দিয়েছিলেন তিনি। তবে তাড়াতাড়ি বেরিয়েও যান। পরে তিনি বলেছিলেন, এই রিয়্যালিটি শোটা ছিল স্ক্রিপ্টেট।