Advertisment
Presenting Partner
Desktop GIF

Exclusive: 'কালিকাজেঠু গাইত এই লাইনটা...', 'রক্তবীজে' গৌরী বন্দনা 'দোহার' ও রোহণের

সেই চিরাচরিত সুর, শিবু-নন্দিতার হাত ধরেই দোহারকে ফের পেতে চলছেন সঙ্গীতপ্রেমীরা ... রয়েছে দারুণ টুইস্ট!

author-image
Anurupa Chakraborty
New Update
raktabeej, dohar, kalikaprasad, dohar band, dohar song, gouri elo dekhe ja lo, দোহার, গৌরি এল, রক্তবীজ, shibaprasad mukherjee, nandita ray, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

এই প্রথম দোহার আস্তে চলেছে নতুন ভাবে... গ্রাফিক্স - প্রত্যুষ রায়

'গৌরী এল..  দেখে যা লো...' পুজো মানেই গান, আর উমা আরাধনায় গান হবে না এও আবার হয় নাকি? সঙ্গে পুজোয় যদি রিলিজ থাকে শিবপ্রসাদ নন্দিতার ছবির, তবে আর কোনও কথা নেই। তাঁদের ছবি যখন নতুন কিছু তো থাকবেই। ফের আরেকবার সকলের প্রিয় কালিকাদার গান, উমা বন্দনায় শোনা যাবে সেই চিরাচরিত সুর।

Advertisment

মানুষটি হয়তো নেই, কিন্তু রয়ে গিয়েছে তাঁর সুর তাঁর সৃষ্টি। শিল্পীর যে মৃত্যু হয় না, সেকথা বারবার প্রমাণ করেছেন কালিকাপ্রসাদ। তাঁর সেই বিখ্যাত গান.. 'গৌরী এল, দেখে যা লো'। গানের সঙ্গে যে আবেগ এবং ভালবাসা আপামর বাঙালির মনে জড়িয়ে রয়েছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবার, সেই সুরই আবারও শোনা যাবে। রক্তবীজের এক বিশেষ অংশে ব্যবহার করা হয়েছে এই গান। গেয়েছেন দোহারের অবিচ্ছেদ্য অংশরা। কালিকার গান, আর তাতে দোহারের ছোঁয়া থাকবে না এও আবার হয় নাকি? তবে, শিবু নন্দিতার ছবি রক্তবীজেও এক নিদারুণ সুন্দর ভূমিকায় থাকছেন তাঁরা। কীভাবে?

দোহারের বর্তমান স্তম্ভ রাজীব দাসের পুত্র রোহন রয়েছে গানের নেপথ্যে। খুদে রোহন ছোট থেকেই এই গান শুনে বড় হয়েছে। বিশেষ করে কালিকা জেঠুর প্রতি তাঁর ভালবাসা অগাধ। বাবা কাকাদের তাঁর সুর আওড়াতে দেখেছে সে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিজ্ঞতা জিজ্ঞেস করতেই, সেই ছোট্ট শিল্পীর কথায়..

আরও পড়ুন - ‘আপনি আমার কাজ দেখেছেন নাকি…’, ‘রক্তবীজে’র আগে শিবপ্রসাদকে যা বলেছিলেন ভিক্টর

"যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই বাবা দের এই গানটা গাইতে শুনেছি। গানের শুরুটা মানে "বলদে চড়িয়া শিবে শিঙ্গায় দিলা হাঁক" এই জায়গাটা জেঠু (কালিকাপ্রসাদ) গাইতো। 'রক্তবীজে' গৌরী এলো গানে আমি এই জায়গাটা গাইছি এটা আমার কাছে আশীর্বাদ। আর এই গানটা আমার খুব প্রিয় আর দর্শক শ্রোতাদের কাছেও পুজোর গান মানে দোহারের "গৌরী এলো দেখে যা লো"। এই গান এবার সবাই সিনেমায় দেখতে পাবে আর সঙ্গে আমাদেরও, এটাই আমার আরো বেশি আনন্দ।"

শিবু নন্দিতা মানেই গুরুত্বপূর্ন কিছু তো থাকবেই। এবার শুধু দোহারের গান নয়। বরং, দোহারের নতুন এই রি এরেঞ্জ করা গানটির সঙ্গে সঙ্গে এই প্রথমবার দোহার সিনেমার পর্দাতেও অভিষেক ঘটাতে চলেছেন। এর আগে কোনও সিনেমায় তাঁদেরকে ফিচার হতে দেখা যায় নি। যেটি নিতান্তই দোহার ভক্তদের কাছে একটা বিরাট পাওয়া। কালিকাপ্রসাদ ছাড়া দোহার সম্পূর্ন না। তবে, তিনি যেন আজীবন রয়ে গিয়েছেন সুরের সাগরে। আজও দোহার মানেই সকলের মনে একটাই নাম। গৌরী বন্দনা হবে, উমা ফের বাপের বাড়ি আসবে.. কিন্তু  কালিকাপ্রসাদের গানের চর্চা হবে না? ফের আবারও রক্তবীজে সেই ভাললাগাই উস্কে দিলেন নির্মাতারা।

tollywood Shiboprosad Mukherjee Entertainment News Dohar Kalika Prasad Bhattacharya
Advertisment