Ram Charan: এ যেন অভিশপ্ত ৪! গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা অনুরাগীর। তাঁর ছেলে আজও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় আইনি বিপাকেও জড়িয়েছেন 'পুষ্পারাজ' আল্লু অর্জুন। একরাত জেলেও থাকতে হয়েছে আল্লুকে। অবশেষে শনিবার বেশ কয়েকটি কড়া শর্তে জামিনে মুক্তি পেয়েছেন আল্লু অর্জুন।
সেই রেশ কাটতে না কাটতেই ঠিক একমাসের মধ্যেই আরও এক দক্ষিণী সুপারস্টারের ছবির প্রিমিয়ারে ঘটল একই ঘটনা। তবে রয়েছে একটা সুক্ষ ফারাক। অভিনেতা রামচরণের আপকামিং ছবি গেম চেঞ্জারের প্রিমিয়ারে এসে আর বাড়ি ফেরা হল না দুই ভক্তের। ওই ইভেন্ট থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে দুজনের। শনিবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন খোদ অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যানও। সিনেমার প্রযোজক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মৃতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। Rajamahendravaram-এ গেম চেঞ্জারের প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এসেছিলেন রামচরণের দুই ভক্ত Arava Manikanta ও Thokada Charan।
অন্য বন্ধুদের সঙ্গে এসেছিলেন তাঁরা। বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে উলটো দিক থেকে আসা ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় দুজনের। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রামচরণের দুই ভক্তকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। গেম চেঞ্জারের প্রযোজক দিল রাজু সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দুই পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন।
এক্স হ্যান্ডেলেও পোস্ট করে একই কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সহানুভূতিও জানিয়েছেন প্রযোজক। সংবাদমাধ্যমে ঠিক কী জানিয়েছেন রাজু? তিনি বলেন, 'একটা ভাল সময়ে এই ধরনের দুর্ঘটনা খুবই মর্মান্তিক। আমি আমার সাধ্য মতো দুই পরিবারকে সাহায্য করব। পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে দেব। দুই পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল।' আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে রামচরণ-কিয়ারা আডবাণী অভিনীত গেম চেঞ্জার। উল্লেখ্য, অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী।