Ram Gopal Varma News: বিপদ যেন পিছুই ছাড়ছে না পরিচালক রাম গোপাল ভর্মার। ফের বিপাকে পরিচালক। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনার মাশুল এখনও গুনতে হচ্ছে তাঁকে। চেক বাউন্স-এর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। যার জেরে এবার বলিউড পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে মুম্বইয়ের এক আদালত। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামুর অতীতের এক কীর্তি। বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন রামগোপাল। সংগীতশিল্পী ও অভিনেত্রী-মডেল সুচিত্রা কৃষ্ণমূর্তি তাঁকে বিয়ের প্রস্তাব দিলে রামু বলেছিলেন, মেয়েরা তাঁর কাছে শুধুমাত্র সঙ্গমের সঙ্গী। তাই বিয়েতে কখনই তাঁর মত নেই।
রামগোপালের এই বক্তব্য সেই সময় শোরগোল ফেলে দিয়েছিল। চারিদিকে তো একেবারে ছিছিক্কার। সুচিত্রা কৃষ্ণমূর্তি একটি বই লেখেন। সেখানেই রামুর মেয়েদের প্রতি যে দৃষ্টিকোণ সেটিকে তুলে ধরেন। কবিতা কৃষ্ণমূর্তির কাছে যেন প্রতিবাদের ভাষা তাঁর কলম। তিনি লিখেছেন, রামগোপাল বর্মাকে বলেছিলেন, 'রামু আমাকে বিয়ে করবেন?' তঁরা একসঙ্গে 'মাই ওয়াইফস মার্ডার' ও 'রান' -এ কাজ করেছিলেন। বইতে সুচিত্রা কৃষ্ণমূর্তি ঘটনার বিবরণ দিতে গিয়ে আরও লিখেছেন, তাঁর অফিসে বসেই রামু এই বিষয়টি নিয়ে আলোচনা করেন।
তখন পরিচালক সুচিত্রাকে বলেছিলেন, 'সুচিত্রা, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছ। আমরা দুজন আলাদা মানুষ। কখনও আমাদের চিন্তাভাবনাও একরকম হবে না। আমি বিয়েতে বিশ্বাসী নই। বিয়ে কখনই করতে চাই না। আমি মহিলাদের শুধুমাত্র যৌন সঙ্গমের জন্য ব্যবহার করি। আমি নিশ্চিত তুমি কখনই এটা চাও না। আমি নারী শরীর ভালবাসি। কিন্তু, ওঁদের মগজাস্ত্রকে নয়। আমার মতে একজন মহিলাকে দেখা উচিত। তাঁদের কথা শোনার প্রয়োজন নেই।'
TOI কে দেওয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা জানিয়েছেন বইয়ে লেখা প্রতিটি কথা সত্য। কিন্তু, রামুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা সেই বইয়ে উল্লেখ করেননি সুচিত্রা। রাম গোপাল বর্মার বলা কথাগুলো বইয়ের পাতায় লিপিবদ্ধ করার অনুমতি তিনি নিয়েছেন। সুচিত্রার কথায়, 'হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। সেই জন্যই মেসেজ করেছিলাম। আমি রামুর উত্তরে পালটা আরও একবার জিজ্ঞাসা করেছিলাম। আমার লেখা বইয়ে ওঁর কথাগুলো লিখব কিনা সেটার জন্য অনুমতি নিয়েছিলাম। ওঁর অনুমতি ছাড়া তো আমি পাবলিশ করতে পারি না।'