Rambha: বিদেশি ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয়কে বিদায়, ১৪ বছর পর কামব্যাক করছেন সলমানের নায়িকা রম্ভা?

Rambha Comeback: দীর্ঘ ১৪ বছর পর শুটিং ফ্লোরে ফিরছেন রম্ভা? সিনেমা-সিরিজ না রিয়্যালিটি শো কোথায় যাবে সলমান খানের নায়িকাকে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
১৪ বছর পর কামব্যাক করছেন সলমানের নায়িকা রম্ভা?

১৪ বছর পর কামব্যাক করছেন সলমানের নায়িকা রম্ভা?

Rambha Comeback After 14 Years: নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনত্রী ছিলেন রম্ভা। গোবিন্দা টু সলমানের মতো বলিউডর প্রথমসারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিউ কি ম্যায় ঝুট নেহি বলতা, বন্ধনের মতো ছবি রয়েছে রম্ভার ঝুলিতে। ১৯৯২ সালে মাত্র ১৫ বছর বয়সে মালায়ালি ছবি Sargam-এ হাতেখড়ি। ওই বছরই Sampakulam Thachan-এ অভিনয় করেন। দুটি ছবিতেই রম্ভার নায়ক ছিলেন দক্ষিণী নায়ক বিনীত। পরের বছর অর্থাৎ ১৯৯৩-তে তেলুগু ছবি  Aa Okkadu Adusu-তে অভিনয় করেছিলেন।

Advertisment

 রম্ভার তামিল ডেবিউ Uzhavan। এরপর একাধিক ছবিতে রম্ভার অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছে Pen Singam-এ। শোনা যাচ্ছে  আবার শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী। দীর্ঘ ১৪ বছর পর চেনা ছন্দে রম্ভার প্রত্যাবর্তনের খবরে খুশি অনুরাগীরা। কন্নড় ব্যবসায়ীর সঙ্গে ২০১০-এ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে গুডবাইন জানিয়েছেন। দুই ছেলে ও এক মেয়ের মা হয়েছেন রম্ভা। 

মিডিয়া রিপোর্ট মোতাবেক, রম্ভার মোট সম্পত্তির পরিমান দু'হাজার কোটি। বড় পর্দায় দেখা না গেলেও রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে থাকেন নয়ের দশকের অভিনেত্রী রম্ভা। Maanada Mayilada ও Jodi No.1-এ বিচারকের ভূমিকায় ছিলেন। ২০১৭-এ King of Junior-এর বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে রম্ভাকে।

 লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, নাচের নতুন রিয়্যালিটি শোয়ে বিচারেকর ভূমিকায় ফিরছেন রম্ভা। Jodi: Are You Ready-এর নতুন সিজনেই সম্ভবত আরও একবার বিচারক হিসেবে দেখা যাবে নয়র দশকের এই জনপ্রিয় অভিনেত্রীকে। শেষ সিজনে বিচারকের আসনে ছিলেন স্যান্ডি, শ্রীদেবী ও মীনা। আসন্ন সিজনে মীনার পরিবর্তেই হয়ত আসতে পারেন রম্ভা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। 

Advertisment

প্রসঙ্গত, ২০২২ সালে পেজ ৩-এর খবরে চর্চায় ছিলেন রম্ভা। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী। সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে রম্ভার গাড়ি। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টে সমস্ত ঘটনার বিবরণ দিয়েছিলেন। তিনি সামান্য চোট পেয়েছিলেন আর তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। উল্লেখ্য, প্রসেনজিৎ, মিঠুন, গোবিন্দা, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু, বিয়ের পর অভিনয় থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন অভিনেত্রী। 

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Vs South Film Industry Rambha