Advertisment

শেষ নিঃশ্বাস ত্যাগ করেলেন সত্যজিৎ রায়ের সঙ্গী চিত্রগ্রাহক

জীবনাবসান হল ছত্তিশগড়ের প্রথম অর্থমন্ত্রী রামচন্দ্র সিং দেও-র। প্রথম জীবনে খ্যাতনামা পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গী ফোটোগ্রাফার ছিলেন রামচন্দ্র সিং, একসঙ্গে একাধিক কাজ করেছেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ramchandra-singh-deo

রামচন্দ্র সিং ডিও।

বৃহস্পতিবার রাতে জীবনাবসান হল ছত্তিশগড়ের প্রথম অর্থমন্ত্রী রামচন্দ্র সিং দেও-র। প্রথম জীবনে খ্যাতনামা পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গী ফোটোগ্রাফার ছিলেন রামচন্দ্র সিং, একসঙ্গে একাধিক কাজ করেছেন তাঁরা। রাজনৈতিক জীবন শুরু করার আগে কোড়িয়া সাম্রাজ্যের পূর্বতন রাজা রামচন্দ্র সিং দেও যুক্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে। ১ জানুয়ারী ১৯৪৮ এ ভারতীয় রাষ্ট্রের অন্তর্গত হয় কোড়িয়া।

Advertisment

১৯৩০ সালের ১৩ ফেব্রয়ারি বৈকুন্ঠপুরের এক রাজপরিবারে জন্ম হয় তাঁর। মধ্যপ্রদেশের জল সম্পদ মন্ত্রী পদে ছিলেন কিছুদিন। এ সময় বাঁধ নির্মানের কারণে উৎখাত করা হয় প্রচুর মানুষকে। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেন দেও নিজেই। স্বাভাবিকভাবেই মানুষের মন জয় করেছিলেন তিনি।

শুধু তাই নয়, জনপ্রিয়তার কারণে পাঁচটি বিধানসভা ভোটে জেতেন রামচন্দ্র সিং দেও। তাঁর জীবদ্দশায় অর্থনীতির ওপর বেশ কয়েকটি বইও লেখেন তিনি, বড়তার অর্থাৎ নকশাল এলাকা নিয়ে লেখা বইটিও যথেষ্ট জনপ্রিয়তা পায়।

satyajit ray
Advertisment