Advertisment

রামমন্দিরে মোদীর আমন্ত্রণ পেলেন গোটা বলিউড, শুধু বাদ শাহরুখ-সহ তিন খান!

আমন্ত্রণ পাননি টেলিভিশনের লক্ষণ-ও! কিন্তু কারণ কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rammondir : three Khan's didn't got invitation for Ram mandir inaugration

রামলালার মূর্তি স্থাপনের আর কয়েক দিন। সারা দেশ জুড়ে আমন্ত্রণ পাচ্ছেন নানা বিজ্ঞ এবং গুণীজনের অনেকেই। অযোধ্যায় রামমন্দির নির্মাণের ইতিহাস অনেকেরই জানা। ২২ জানুয়ারি ধার্য করা হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য।

Advertisment

আর সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে অনেক তারকাদের। বেশ লম্বা সেই তালিকা। দেশজুড়ে বিনোদন মহল থেকে শুরু করে ক্রিকেটের নক্ষত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বলিউড নয়, আমন্ত্রণ পেয়েছেন দক্ষিণের অনেক তারকাই। কিন্তু, বাদ পড়েছেন বলিউডের বিগশটরা।

কারা কারা পেলেন আমন্ত্রণ?

বলিউড থেকে আমন্ত্রণ পেয়েছেন বেশিরভাগ। অমিতাভ বচ্চন থেকে, অনুপম খের,  টাইগার শ্রফ, অক্ষয় কুমার, রজনীকান্ত, সঞ্জয় লীলা বনশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, কাজল, কঙ্গনা রানাউত, সানি দেওল, আদিত্য চোপড়া, রাজকুমার হিরানি, মুকেশ আম্বানি থেকে অনেকেই।

অন্যদিকে, দক্ষিণের মঞ্চে আমন্ত্রণ পেয়েছেন প্রভাস, কমল হাসান, ধনুশ, চিরঞ্জীবি, রামচরণ সহ রাজামৌলী এবং অন্যান্যরা। কিন্তু, এসবের মাঝে যারা নিমন্ত্রণ পাননি তারা হলেন বলিউডের তিনটে বড় নাম। তিন খান এই অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পাননি। কারণ কী? ইঙ্গিত যাচ্ছে ধর্মের দিকে। যেকারনে বিতর্ক উস্কে উঠছে ক্রমাগত।

আমন্ত্রণ পেয়েছেন অনেকেই। খেলোয়াড়দের মধ্যে সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, কপিল দেব, গাভাস্কার, সুনীল ছেত্রী আমন্ত্রণ পেয়েছেন একথাও শোনা যাচ্ছে। এছাড়াও নিমন্ত্রণ পেয়েছেন, টেলিভিশনের জনপ্রিয় রাম এবং সীতা। অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়া। কিন্তু, এসবের মধ্যে তিন খান যে আমন্ত্রণ পাননি সেটিতে আলোচনার ঝড়। যদিও, এর আগে নবনির্মিত পার্লামেন্টের উদ্বোধনে, শাহরুখের গলায় শোনা গিয়েছিল নানা কথা। তবে, আজ কেন আমন্ত্রণ নয়?

সূত্রের খবর, সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী থেকে যোগী আদিত্যনাথ অনেকেই। আমন্ত্রণ জানানো হয়েছে, বিরোধী বিধায়ক এবং সংসদদেরও।

tollywood amitabh bachchan Ram Temple SRK Birthday bollywood Entertainment News
Advertisment