Raghu Dakaat-Rana Sarkar: প্রযোজক রানা সরকারের খোলা সমর্থন রঘু ডাকাতকে, কুণাল ঘোষকে কটাক্ষ?

দেবের ধুমকেতুর প্রযোজক রানা সরকার তাঁর মধ্যে অন্যতম। এবং তিনি প্রথম দিন থেকেই রঘু ডাকাতের হয়ে গলা ফাটিয়ে চলেছেন। যদিও, টলিউডের মাফিয়া রাজ নিয়ে নানা প্রসঙ্গ তুলেছিলেন রানা নিজেই।

দেবের ধুমকেতুর প্রযোজক রানা সরকার তাঁর মধ্যে অন্যতম। এবং তিনি প্রথম দিন থেকেই রঘু ডাকাতের হয়ে গলা ফাটিয়ে চলেছেন। যদিও, টলিউডের মাফিয়া রাজ নিয়ে নানা প্রসঙ্গ তুলেছিলেন রানা নিজেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rana

কী কী বললেন রানা...

পুজোয় রিলিজ করেছে ৪টে বাংলা ছবি। এবং তাঁর মধ্যে তিনটি ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। দেবী চৌধুরানী-রঘু দাকাত-রক্তবীজ ২, দর্শকরা তিনটি ছবিকেই নানা ধরণের প্রতিক্রিয়ায় ভরিয়েছেন। তবে, দুটি ছবির মধ্যে রীতিমতো টাগ অফ ওয়ার চলছে। রঘু ডাকাত বনাম রক্তবীজ ২ দ্বন্দ্ব তুঙ্গে। এমনকি, এই ছবি নিয়ে তারকাদের মধ্যেও লেগেছে কোন্দল। দেব ঘনিষ্ঠরা রঘু ডাকাত নিয়ে খারাপ কিছু শুনতেই নারাজ।

Advertisment

দেবের ধুমকেতুর প্রযোজক রানা সরকার তাঁর মধ্যে অন্যতম। এবং তিনি প্রথম দিন থেকেই রঘু ডাকাতের হয়ে গলা ফাটিয়ে চলেছেন। যদিও, টলিউডের মাফিয়া রাজ নিয়ে নানা প্রসঙ্গ তুলেছিলেন রানা নিজেই। আবির চট্টোপাধ্যায়কে নিয়ে যে জলঘোলা হয়, তা তিনি প্রকাশ্যে সামলোচনা করেছেন। এমনকি, গতকাল রাতেও নিজের সমাজ মাধ্যমে আবারও রক্তবীজ ২ ও রঘু ডাকাত নিয়ে তিনি রসিকতা করেন। রঘু ডাকাতের প্রথম শো- এর আগেই রাজ্য শাসকদলের চেনা মুখ কুণাল ঘোষের তরফে দেবের ছবি নিয়ে চূড়ান্ত সমালোচনা করা হয়। 

তখন থেকেই দেবের ছবিকে আরও বেশি করে প্রমোট করতে শুরু করেন তিনি। গতকাল ঘন্টায় টিকিট বুকিং-এর নিরিখে এগিয়ে আছে রঘু ডাকাত, এই নিয়েই একটি পোস্ট করেন রানা। রক্তবীজ ২-এর থেকে বেশি রঘু ডাকাতের ক্রেজ বেশি। প্রযোজক শুধু যে দেবের ছবিকে সাপোর্ট করলেন এমনটা নয়, বরং তিনি কুণাল ঘোষকে কটাক্ষ করলেন পর্যন্ত। কী লিখছেন রানা?   

Advertisment

তিনি সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। বিশেষ করে পুজো রিলিজ নিয়ে তো নানা মন্তব্য রাখছেন। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন এই পুজোর আগে তিনি কুণাল ঘোষকে ফলো করলেন। এবং নিজের ছবির নিরিখে দেব নাম করেই মন্তব্য করেছিলেন আমি ছবি বানিয়েছি জনগণের জন্য। তাঁরা বলবে আমায়। অন্যদিকে রানা বলছেন, রঘু ডাকাত সারা বাংলায় আজ বক্স অফিসে চারগুণ বেশি রঘু ডাকাতের থেকে। তৃতীয় দিনের অ্যাডভানস বুকিং অন্তত তাই বলছে। কুণাল বাবুকে শারদ শুভেচ্ছা। 

প্রসঙ্গে, ধুমকেতু রিলিজ করে ৯ বছর পর। এবং খেয়াল করলে দেখা যাবে, সেদিন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে প্রযোজক রানা জানিয়ে দেন আগামীতে ধুমকেতু ২ রিলিজ তখনই করবে, যদি ৩০ কোটি টাকা উপার্জন করে এই ছবি।  

Kunal Ghosh Dev Entertainment News Today