Rana Sarkar: মাফিয়া রাজ বিতর্কে চক্ষুশূল রানা সরকার, বিশেষ কিছু হারিয়ে আক্ষেপ প্রযোজকের

গতবছর, দেবের ক্রিসমাস রিলিজ খাদান, এবং এবছর মে মাসে ৯ বছর পর রিলিজ পাওয়া ছবি ধুমকেতু, দেবের জীবনে লাকি চার্ম হয়েই আসে। কোটি কোটি তাকার ব্যবসা করে তাক লাগিয়ে দেয় এই দুই ছবি। বাংলা ছবি হলেও বক্স অফিস কাঁপিয়ে দেয় এই ছবি।

গতবছর, দেবের ক্রিসমাস রিলিজ খাদান, এবং এবছর মে মাসে ৯ বছর পর রিলিজ পাওয়া ছবি ধুমকেতু, দেবের জীবনে লাকি চার্ম হয়েই আসে। কোটি কোটি তাকার ব্যবসা করে তাক লাগিয়ে দেয় এই দুই ছবি। বাংলা ছবি হলেও বক্স অফিস কাঁপিয়ে দেয় এই ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rana

যা বললেন রানা...

বাংলা ছবির রিলিজ আর তাঁর সঙ্গে পুজো মানেই বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই। তাঁর সঙ্গে ভক্তদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। তাঁর কারণ অবশ্য স্টার-কাস্ট ও বটে। প্রত্যেক পুজোতেই দেবের তরফে এবং উইন্ডজের তরফে একটি করে সিনেমা রিলিজ করে। গতবছর পুজো রিলিজে তাক লাগিয়ে দেয় বহুরূপী। তবে, এবার আলোচনার শীর্ষে দুটি ছবি রক্তবীজ ২ এবং রঘু ডাকাত। 

Advertisment

গতবছর, দেবের ক্রিসমাস রিলিজ খাদান, এবং এবছর মে মাসে ৯ বছর পর রিলিজ পাওয়া ছবি ধুমকেতু, দেবের জীবনে লাকি চার্ম হয়েই আসে। কোটি কোটি তাকার ব্যবসা করে তাক লাগিয়ে দেয় এই দুই ছবি। বাংলা ছবি হলেও বক্স অফিস কাঁপিয়ে দেয় এই ছবি। আর রঘু ডাকাত-ও দেবের বেশ কয়েকদিন আগের ছবি-ই। তবুও এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু, রক্তবীজ ২ ছবির কারণেই শুরু হয়েছে বিতর্ক। আবির চট্টোপাধ্যায়কে নাকি তাঁর আরেক পুজো রিলিজ যত কান্ড কলকাতা-র প্রোমোশন করতে দেওয়া হচ্ছে না। এই নিয়েই মুখ খুলেছিলেন দেবের ধুমকেতুর প্রযোজক রানা সরকার। 

রানা সেদিন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পর্যন্ত জানিয়ে দেন, যেদিন ধুমকেতু ৩০ কোটির ব্যবসা করবে, সেদিন ধুমকেতু ২ হবে। কিন্তু, আবীরকে নিয়ে উইন্ডোজের তরফে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই নিয়েই রানা ইন্ডাস্ট্রির মাফিয়া রাজ নিয়ে নানা কথা বলেন। তবে, তাকেও নাকি শাসানি দেওয়া হয়েছে। রানা নাকি ভয় পেয়েছেন। এই প্রসঙ্গেই তিনি সাফ জানান, মাঝে মাঝে আমার মাটিতে পা থাকছে না , অতিরিক্ত আত্ম-বিশ্বাসী হয়ে যাচ্ছি। অনুরোধ করছি এত পাবলিসিটি আমাকে দেবেন না। ইতি : রঘু ডাকাতের ভাই।" নিজেকে রঘু ডাকাতের ভাই হিসেবেই বর্ণনা করেছেন তিনি। 

Advertisment

তবে, এই যে মাফিয়া রাজ প্রসঙ্গে আওয়াজ তুলেছেন, তাতে অনেকের চক্ষুশূল হয়েছেন তিনি। এবং খেয়াল করলে দেখা যাবে, তিনি এতে অত্যন্ত আক্ষেপ প্রকাশ করেছেন। রানা সরকার সম্পর্ককে বড্ড আমল দেন। তাই তো, সোজাসুজি সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার প্রসঙ্গেই তাঁর মন খারাপ বেশ। তাই তো তিনি আরও বলছেন... "পুজো রিলিজ হয়ে যাবে, কেউ হিট কেউ ফ্লপ হবে। বন্ধুত্ব, সম্পর্ক, বিশ্বাস... এই যুদ্ধে যা যা হারালাম সেটা কি আর ফিরে পাব?"  

Entertainment News Rana Sarkar