/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/alia-ranbir-wedding.jpg)
বিয়ের পিঁড়িতে আলিয়া রনবীর
২০০ এর ওপর বাউন্সার, কড়া নিরাপত্তা, পুলিশি তৎপরতা, রণবীর আলিয়ার ( Ranbir Kapoor - Alia Bhatt ) বিয়ে বলে কথা! অবশেষে বিয়ের পিঁড়িতে দুই তারকা। বহুদিনের শোরগোল, এবার শুধুই চার হাত এক হওয়ার পালা। খুবই কাছের কিছু মানুষ- পরিবার পরিজন নিয়েই বিয়ে সারছেন রণবীর আলিয়া। সকাল থেকেই 'বাস্তুর' সামনে তারকা সমাগম, একে একে হাজির হচ্ছেন সকলে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/neetu-kapoor-.jpg)
সকাল হতেই দেখা গেল বোন রিধিমা ( Ridhima Kapoor Shahani ), এবং তার কন্যাকে মুম্বই বিমানবন্দরে। তার পরেই মা নিতু সিংকে ( Nitu Singh Kapoor ) সঙ্গে নিয়ে রণবীরের বাড়িতে পৌঁছলেন তারা। মুখে একরাশ হাসি, ছেলের বিয়ে বলে কথা - আনন্দঘন মুহূর্ত পরিবারে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/ranbir-alia-wedding-2022-04-13-at-2.16.47-PM.jpg)
এদিকে দেরি করলেন না প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় ( Ayan Mukherji ) নিজেও! সকালবেলা এক সুন্দর উপহার দেওয়ার কিছু মুহূর্তেই পাঞ্জাবী পড়ে হাজির হলেন অয়ন। একরাশ ব্যস্ততা, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে পৌঁছালেন পরিচালক।
একে একে এলেন, ভাইবোনরা সকলেই। পরনে হলুদ-সোনালী সারারা স্যুটে দেখা গেল করিশ্মা কাপুরকে ( Karishma Kapoor)। এদিকে আইভরি সাদা লাহেঙ্গায় মন কাড়লেন করিনা কাপুর খান ( Kareena Kapoor Khan )। বোন নিতাশা নন্দাকেও দেখা গেল বিয়ের অনুষ্ঠানে সামিল হতে। দুই ভাই আদার এবং আরমান জৈন হাজির দাদার বিয়েতে চুটিয়ে আনন্দ করতে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Alia-Ranbir_002.jpeg)
বেলা বাড়তেই বাস্তুতে সপরিবারে পৌঁছলেন আলিয়া ভাট। তারপরেই দেখা গেল দুজনের কাছের মানুষ করণ জোহরকে ( Karan Johar)। হলুদ পাঞ্জাবী পরেই বিয়ের আসরে সামিল করণ। শুরু হবে, প্রি ওয়েডিং রিচুয়াল এবং মেহেন্দি অনুষ্ঠান। পৌঁছালেন বাবা মহেশ ভাট এবং দিদি পুজা ভাট, উৎসবের আমেজ গোটা পরিবারে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/pooja-bhatt.jpg)
যদিও বা অতিথির তালিকায় আশা করা হয়ছে রণবীর সিং দীপিকা পাড়ুকোন, আদিত্য রয় কাপুর, অর্জুন কাপুর, শাহরুখ খান কেও - এখনও পর্যন্ত তাদের উপস্থিতি লক্ষ করা যায় নি। বাড়ি সেজে উঠেছে আলোয়, খুশির মুহূর্তে ভেসেছেন পরিবারের সকলে।