Advertisment
Presenting Partner
Desktop GIF

আগামীকালই বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া, মেহেন্দি অনুষ্ঠানের পরেই জানালেন নিতু সিং

বাড়ির বউ হিসেবে আলিয়াই শ্রেষ্ঠ, জানালেন নিতু

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

কালই বিয়ে রণবীর আলিয়ার

আগামীকালই বিয়ে রণবীর আলিয়ার, বাস্তুতেই বসবে বিবাহের আসর। এদিন মেহেন্দি অনুষ্ঠানের পর জানালেন, মা নিতু সিং কাপুর এবং বোন রিধীমা কাপুর সাহানি।

Advertisment

একে একে সব তারকারাই বেরিয়ে আসছেন বাড়ি থেকে। উচ্ছাস ঘিরে রেখেছে তাদের। এই সপ্তাহ তো বটেই তবে বিয়ের তারিখটি কবে? মেহেন্দি অনুষ্ঠানের পরে নিচে নেমে এসেই খোলসা করলেন নিতু সিং। বললেন, বিয়ে কাল! এখানেই হবে, ওপরে... অবশেষে যেন অনুরাগীদের প্রশ্নের উত্তর মিলল।

কাপুর পরিবারের একমাত্র পুত্রবধূ বলে কথা, আলিয়া যেন সকলের নয়নের মণি। আলিয়া কে নিয়ে কিছু বলুন? পরেই নিতু সিংয়ের বক্তব্য - কী আর বলব, আলিয়া সবথেকে সেরা, ভীষণ খুশি! অন্যদিকে রিধীমাও ভাইয়ের বউকে নিয়ে ভীষণ উত্তেজিত, বললেন ও খুব মিষ্টি, এক্কেবারে পুতুলের মত।

আলোয় সেজে উঠেছে গোটা বাড়ি, চারিদিকে খুশির রোশনাই। কড়া নিরাপত্তা সঙ্গেই, সকলের মনে একরাশ ভাললাগা। সব প্রশ্নের উত্তর পেরিয়ে আগামীকাল বিয়ের মণ্ডপে প্রেমিক যুগল।

alia bhatt Ranbir Kapoor-Alia Bhatt wedding ranbir kapoor Nitu Kapur
Advertisment