Advertisment
Presenting Partner
Desktop GIF

Raha Kapoor's Birthday: রাহার জন্মদিনে জঙ্গল থিমের কেক, রণবীর-আলিয়ার বিলাসবহুল পার্টিতে যা যা হল, দেখুন ছবি...

Ranbir-Alia: রণবীর এবং আলিয়ার জঙ্গল বেশ পছন্দের। মাসাইমারার জঙ্গলেই আলিয়াকে বিয়ের জন্য প্রপোজ করেন রণবীর। জানিয়েছিলেন, যে তাঁদের সন্তানকে নিয়ে নানা জঙ্গলে ঘুরে বেড়াবেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
আলিয়া রাহা

Raha's Birthday: ২ বছরের রাহার জন্মদিনে কী কী হল?

আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুর বুধবার ২ বছরে পা দিলেন। এই উপলক্ষটি উদযাপন করতে, রণবীর এবং আলিয়া মুম্বাইয়ে তাদের বাড়িতে তাদের মেয়ের জন্য একটি জঙ্গল-থিমযুক্ত জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন, যেখানে তাদের ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।

Advertisment

 আলিয়া ভাটের মা সোনি রাজদান এবং বোন পূজা ভাটও এই উদযাপনের অংশ ছিলেন। এবং তাঁরা পার্টির কিছু অভ্যন্তরীণ ছবি শেয়ার করেছেন। এই তো যেন সেদিনের গল্প। আলিয়ার কোল জুড়ে যখন ছোট্ট রাহা এল, তখন যেন সবকিছু ভেবে চিনতে ঠাওর অবধি করতে পারেননি তিনি। আর আজ সে বছর দুয়েকের। 

Inside Raha's birthday.

রণবীর এবং আলিয়ার জঙ্গল বেশ পছন্দের। মাসাইমারার জঙ্গলেই আলিয়াকে বিয়ের জন্য প্রপোজ করেন রণবীর। জানিয়েছিলেন, যে তাঁদের সন্তানকে নিয়ে নানা জঙ্গলে ঘুরে বেড়াবেন। আম্বানিদের প্রাক বিবাহ অনুষ্ঠানে গুজরাতের ভান্তারাতে মেয়েকে নিয়ে বেশ দারুণ মুহূর্ত কাটিয়েছিলেন তিনি। আর গতকাল জন্মদিনেও সেই জঙ্গল থিম। 

Inside Raha's birthday.

দিদা সোনি রাজদান, নীনা গুপ্তা, নীতু কাপুর এবং অনুষ্কা এবং আকাঙ্ক্ষা রঞ্জনের মা অনু রঞ্জন সহ তার বন্ধুদের গ্রুপের সাথে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, কফি হাতে পোজ দিচ্ছেন তাঁরা। সোনি তার স্বামী মহেশ ভাটের মিকি এবং মিনি মাউসের সাথে পোজ দেওয়ার একটি ছবিও শেয়ার করেছেন। অন্য একটি ছবিতে রাহার জঙ্গল থিমযুক্ত কেকের ঝলক দেখিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। দেয়ালে রাহার নাম লেখা ছবি তোলার জন্য পার্টিতে একটি জায়গাও ছিল।   

Inside Raha's birthday.

আলিয়া গতকাল সন্ধ্যে হতেই মেয়েকে নিয়ে একটি সুন্দর পোস্ট লেখেন। নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে 'রাজি' তারকা লিখেছেন, "আজ ২ বছর এবং আমি ইতিমধ্যে সময়কে ফিরিয়ে আনতে চাই যখন তুমি মাত্র কয়েক সপ্তাহ বয়সী ছিলে!তবে আমার মনে হয়, যেকোনও বাবা মা এটাই চান তা হ'ল আপনার বাচ্চা চিরকাল আপনার বাচ্চা থাকুক ... শুভ জন্মদিন আমাদের জীবন... আপনি প্রতিদিনকে জন্মদিনের কেকের মতো মিষ্টি করে তোলার জন্য ধন্যবাদ।" 

গতকাল, নীতু এবং সোনি তাঁর দুই ঠাকুমা বেশ মিষ্টি দুটি ছবি শেয়ার করেছিলেন। রাহাকে আদরে ভরিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। আর   গতকালের পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। করিনা কাপুর তাঁর দুই ছেলেকে নিয়ে, করণ জোহর এসেছিলেন তাঁর সন্তানদের নিয়ে। বাদ পড়েননি রানী মুখোপাধ্যায় ও অনেকে। 

 

alia bhatt Ranbir-Alia ranbir kapoor
Advertisment