‘লজ্জার! দেওয়ালে পিঠ ঠেকেছে’, পাপারাজ্জিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ রণবীরের

মারাত্মক খেপে গিয়েছেন রণবীর-আলিয়া।

Ranbir Kapoor, Alia Bhatt, Ranbir Alia, Ralia, Mumbai paps, Bollywood news, Ranbir Kapoor news, Ranbir Kapoor film, Ranbir Kapoor box office, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর আলিয়া, মুম্বই পাপ্পারাজি, বলিউডের খবর
ইন্ডাস্ট্রি প্রসঙ্গে সরব রণবীর

নিজের বাড়িতেও দু’দণ্ড শান্তি পান না তারকারা। একান্তে সময় কাটাবেন তার জো নেই! তারকা বলে কথা, অতঃপর পাপ্পারাজিদের ক্যামেরার লেন্স যে সর্বক্ষণ তাঁদের ওপর থাকবে, তা বলাই বাহুল্য। কিন্তু তাই বলে বলা নেই, কওয়া নেই.. এক্কেবারে বাড়ির অন্দরমহলে উঁকি-ঝুরি! ব্যক্তিগত গোপনীয়তায় আক্রমণ। অস্বস্তিতে পড়ে বেজায় চটেছিলেন আলিয়া ভাট। এবার রণবীর কাপুর জানালেন, যে ফটোশিকারিরা এহেন ধৃষ্টতা দেখানোর সাহস করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তাঁরা।

দিন দুয়েক আগের কথা। সইফ আলি খান তো খেপে গিয়ে ফটোশিকারিদের বলেই ফেলেছিলেন- “আয় আমার বেডরুমে আয়..।” সম্প্রতি রণবীর-আলিয়ার বাস্তুর ফ্ল্যাটেও পাপ্পারাজিরা চোরাপথে সোজাসুজি বাড়ির অন্দরমহলের ছবি ভাইরাল করে দিয়েছিল। যে ঘটনার তীব্র নিন্দা করেন অনুষ্কা শর্মা, করণ জোহর, অর্জুন কাপুর থেকে জাহ্নবী কাপুররা। এককথায়, সরগরম হয়ে উঠেছিল গোটা বি-টাউন। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ রণবীর-আলিয়ার।

[আরও পড়ুন: ‘সিনেমা বানাতে পারে না.. ED’র দরবারে বাংলা ছবির ভবিষ্যৎ’, বনিকে ভয়ঙ্কর তুলোধনা ঋদ্ধির]

রণবীর কাপুরের কথায়, “বিশ্রী ব্যাপার একটা। এটা গোপনীয়তার ওপর আক্রমণ হানা। আমার বাড়িতে তো অনেক কিছুই চলতে পারে, তাই বলে অন্দরমহলের ভিতরে ক্যামেরা তাক করবে! ওটা আমার বাড়ি। এটা মোটেই কাম্য নয়। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। খুব বেশি কথা বলতে চাই না এই বিষয়ে তবে শুধু এটুকুই বলব, যা ঘটেছে তা খুব নোংরা।”

এর পাশাপাশি রণবীর এও যোগ করেন যে, “আমরা তো পাপ্পারাজিদের শ্রদ্ধা করি। আমার মনে হয়, ওঁরা যেরকম আমাদের জগতের লোক। আমাদের সঙ্গে কাজ করেন। আমরাও তো ওঁদেরকে নিয়েই কাজ করি। পারস্পারিক সাহচর্যের সম্পর্ক। তেব এরকম ঘটনা ঘটলে তো দেওয়ালে পিঠ ঠেকে যাবেই। আর এরকম কেউ করতে পারে, সেটাও তো ভীষণ লজ্জাজনক।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor and alia bhatt are dealing legally with paps who clicked unauthorized photos

Next Story
বন্ধুর পা ধরে শেষ বিদায়, সতীশ কৌশিকের শেষযাত্রায় কেঁদে আকুল অনুপম খের
Exit mobile version