বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতই নানা ধরনের বিবাদ থাকুক, তাঁদের সংস্কৃতি এবং বিনোদন জগতের মানুষের মধ্যে কিন্তু খুব একটা সমস্যা নেই। বিদেশের বুকে দেখা হল দুই দেশের দুই তারকার। বাংলাদেশের তারকা মেহজাবিন এবং এদেশের সুপারস্টার রণবীর কাপুরের ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। তারপর?
আসলে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মেহজাবিন গিয়েছিলেন, সেকথা তাঁর সমাজ মাধ্যমের নানা পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। যেখানে তিনি উইল স্মিথের সঙ্গে আগেও ছবি তুলেছিলেন। আর এবার ভারতীয় তারকার সঙ্গে ছবি তুলে তাক লাগালেন। আর দুজনকে এক ফ্রেমে দেখে মুগ্ধ ওপার বাংলার অনেকেই। রণবীরের পরনে ব্লেজার, অন্যদিকে লাল পরী মেহজাবিন সেজেছেন শাড়িতে।
অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমেই সেই ছবি শেয়ার করেছেন। যদিও তাতে বিশেষ কিছু ক্যাপশনে লেখেননি তিনি। কিন্তু, তাঁর হাসি দেখলেই বোঝা যাচ্ছে, বেশ আনন্দ পেয়েছেন অভিনেত্রী। ছবিটা যদিও রণবীর নিজেই তুলেছেন। মেহজাবিনের হাসি যেন ধরছে না। সামনে জনতার শেষ নেই, কিন্তু মেহজাবিন রণবীরের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত।
অভিনেত্রীর কাছে এই নিয়ে জানতে চেয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, তিনি বলছেন, "আমরা সবাই একই অনুষ্ঠানে ছিলাম। আমিও রনবীর কাপুরের ভক্ত। তিনি একজন ভার্সেটাইল এক্টর। আমার ওকে দারুন লাগে। তার সাথে শুধু একটা ছবিই তুলেছি। এর বেশি আসলে কিছু বলার নেই। এটা নিয়ে কথা বলতে খুবই লজ্জা লাগে।"
বাংলাদেশের এই তারকা, বড়পর্দায় আসছেন। এতদিন নাটকের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন, এবার বড়পর্দায়। যদিও এদেশে তিনি একটাও কাজ করেননি। কিন্তু রনবীরকে তাঁর সঙ্গে দেখে ভক্তরা বলছেন...
From SABAFeatureFilm’s premiere at Red Sea International Film Festival ♥️✨ OOTD: Safiya Sathi Jewelry: Pink pearl
Posted by Mehazabien Chowdhury on Sunday, December 8, 2024
অনেক বড় অর্জন করেছেন আপনি। আবার কেউ বললেন, এত সুন্দর মুহূর্ত সহজে দেখা যায় না। আবার কারওর কথায়, অসাধারণ একটি ছবি। কেউ বললেন, যেমন আপনি তেমনই রণবীর, দুজনেই অসাধারণ। অভিনেত্রী কিন্তু রণবীরের একটি ভিডিও শেয়ার করেছিলেন তাঁর সমাজ মাধ্যমে। যেখানে তাঁকে বলতে শোনা যায়....
যেহেতু প্রিভিলেজ পরিবার থেকে এসেছেন তিনি, তাই অনেকটা সুযোগ সুবিধা পেয়েছেন। কিন্তু, অভিনেতা এও জানিয়েছেন, ছবির হিরো হওয়ার আগে পরিচালক হতে চেয়েছিলেন তিনি।