Advertisment
Presenting Partner
Desktop GIF

Ranbir and Raha: মেয়েকে ফুটবল প্রেমী বানাতে মরিয়া রণবীর? বছর ২ এর রাহাকে নিয়েই গেলেন ISL দেখতে, সঙ্গী আলিয়াও...

Ranbir and Raha: বাবার সঙ্গে রাহার কেমিস্ট্রি দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। পরনে নীল রঙের টিশার্ট, হা করে ম্যাচ দেখতে ব্যস্ত রাহা। কখনো বাবার কোলে আবার কখনো মায়ের কোলে, খুদে রাহার এক্সপ্রেশন দেখে মুগ্ধ হতেই হবে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
raha with papa ranbir

Raha with ranbir and alia: বাবা মায়ের সঙ্গে রাহা...

Ranbir Kapoor-ISL: যেদিন থেকে তাঁদের জীবনে মেয়ে এসেছে, সেদিন থেকেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কাছে সমস্ত অর্থই পাল্টে গিয়েছে। রাহাকে নিয়ে তাঁদের সারাদিন কাটে এখন। একরত্তি যত বড় হচ্ছে, ততই যেন সে আরও মিষ্টি হয়ে উঠছে, এবং সকলেই তাঁকে একবার দেখতে বেশ পছন্দ করছেন।

Advertisment

কিছুদিন আগে তাঁর ২ বছরের জন্মদিনে, জঙ্গল থিমে সাজানো হয়েছিল গোটা বাড়ি। আলিয়া ( Alia Bhatt ) এবং রণবীরের জঙ্গল বিশেষ করে মাসাইমারা বেশ পছন্দের। তাই মেয়েকে নিয়েও যে তারা যাবেন সেখানে আগেই জানিয়েছিলেন। আর এবার খুদে রাহাকে নিয়ে কোথায় গেলেন তাঁরা? বাবার সঙ্গে টুইনিং করল রাহা ( Raha Kapoor ), আর তাঁর আনন্দ দেখে কে? রীতিমতো আনন্দে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সে।

বাবার সঙ্গে রাহার কেমিস্ট্রি দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। পরনে নীল রঙের টিশার্ট, হা করে ম্যাচ দেখতে ব্যস্ত রাহা। কখনো বাবার কোলে আবার কখনো মায়ের কোলে, খুদে রাহার এক্সপ্রেশন দেখে মুগ্ধ হতেই হবে। রাহার পরনে জার্সি এবং টিশার্ট, দুটো ছোট্ট ঝুটি, সঙ্গে মুম্বাই সিটির পোস্টার হাতে তাঁকে দেখা গেল একদৃষ্টে তাকিয়ে থাকতে। কখনো বাবা মায়ের সঙ্গে আহ্লাদ করতে দেখা গেল তাঁকে। পুঁচকি রাহা সুযোগ পেলে বাবার কোল থেকে নেমে যায়।

Advertisment

একটা সময় পর তো, মাঠে দাঁড়িয়েই মায়ের সঙ্গে দুষ্টুমি করতে ব্যস্ত সে। কখনও মা তাঁকে জড়িয়ে ধরে আদর করছে, আবার কখনও দুষ্টুমির চোটে মায়ের হাত থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে সে। মুম্বাই সিটির ( Mumbai City FC ) কর্ণধার রণবীর কাপুর। আর বাবার সঙ্গে ছোট্ট রাহা দলকে চিয়ার করতে যাবে না এই নিশ্চই হয় না। গতকাল ISL এ এই দল হায়দরাবাদকে ১-০ গোলে পরাস্ত করে। ফলে রণবীরের আনন্দ ছিল ডবল।

যারা জানেন না, রনবীর আদ্যোপান্ত ফুটবলের ফ্যান। তিনি বার্সালোনার অন্ধ ভক্ত। এমনকি রাহার জন্মের পর সেই দলের ছোট্ট একটি টিশার্ট বানিয়ে তাতে রাহার নাম পর্যন্ত লিখেছিলেন তিনি। ফলে মেয়েকে যে ফুটবলের প্রতি তিনি আগ্রহী করে তুলছেন, একথা অস্বীকার করা যায় না। 

এদিকে ছোট্ট রাহাকে দেখে রণবীর ভক্তদের চোখে জল। কেউ বলেন, একদম একটা লাড্ডু মিষ্টি। আবার কারওর কথায়, এত মিষ্টি মানুষ হয় না। কেউ বললেন, বাবার ছোট্ট পরী... কালকের নানা ছবি ভাইরাল সমাজ মাধ্যমে।

Alia Bhat Ranbir-Alia ranbir kapoor
Advertisment