Nitish Tiwari's Ramayan: রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন, একথা বেশিরভাগের জানা। বিশেষ করে প্রভাস আদিপুরুষ ছবিতে রাম হওয়ার পর থেকেই নানা আলোচনা সমালোচনা হয়েছে। আর রণবীরের যে প্রথম লুক প্রকাশ্যে এসেছে, তাঁর পর থেকেই অনেকে আশায় বুক বেঁধেছেন।
রণবীর নীতিশ তিওয়ারির রাম হচ্ছেন একথা যেমন ঠিক, তেমনই তাঁর পাশাপাশি লক্ষ্মণের চরিত্রে কে অভিনয় করবেন, এটাও ভাবনা ছিল অনেকের। কারণ, রামায়ণে রাম ছাড়াও এই চরিত্রটি খুব গুরুত্বপুর্ন। আর যেখানে রণবীর কাপুর মুখ্য ভূমিকায়, সেখানে অনেক তারকার কমপ্লেক্স আসবে, এমনটাই অনুভব করেছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
মুকেশ বলেন, "নীতিশ ভাই একদম শুরুতেই ভেবে নিয়েছিলেন, যে রণবীর থাকবেন। এবং ছবি দেখলে বুঝতে পারবেন, যে কেন বলেছিলেন তিনি এটা। আমি আমার কেরিয়ারে, রাজকুমার এবং রণবীর, এই দুজনের সঙ্গেই কাজ করেছিলাম। আর যখন অভিনয়ের প্রসঙ্গ আসে, তখন রণবীর সেরা। কারণ, ও হিট ফ্লপের চিন্তা ভাবনা করে না। শুধু মাথায় থাকে, একটাই বিষয়, যে আমায় অভিনয় করতে হবে।"
কিন্তু, রামের পাশাপাশি লক্ষণ রামায়ণের জন্য বেশ গুরুত্বপূর্ণ। মুকেশের কথায়, "অনেক অভিনেতাই রণবীর আছেন ভেবেই না করে দিয়েছিলেন এই চরিত্রের জন্য। তিনি বলেন, হনুমানের জন্য একজন বড় নাম লক করা হয়েছিল। আমরা ভেবেছিলাম, নতুন কাউকে লক্ষণের জন্য ভাবব। তাই হল। নতুন কাউকে আমরা বেছে নিয়েছি। অনেকে অডিশন দিয়েছিলেন। কিন্তু, যাকে আমরা পেয়েছি সে দারুণ। তাঁর এটাই প্রথম ছবি হতে যাচ্ছে বলিউডে।"
মুকেশ জানান, যাদের কাছে প্রথমে গিয়েছিলেন তারা না বলে দিয়েছেন, এটা ভেবেই তাঁর ভাল লাগছে। কারণ, এত ভাল লক্ষণ পেতেন না তাঁরা। লক্ষণ চরিত্রটা সর্বশেষ কাস্ট করেছিলেন তিনি। এমন একটা চরিত্র যেটা সহজ সরল, কিন্তু খুব স্পষ্টবাদী। এমনকি বড় ভাইয়ের সঙ্গে সবসময় যার আনাগোনা, তাঁর সিদ্ধান্তেই সবসময় অনড় থাকা, মুকেশের কথায়, এমন একটা চরিত্র করা সহজ না। কিন্তু, যে করছেন, তিনি টেলিভিশনের জনপ্রিয় নাম। তাঁর মতো ভাল আর কেউ নেই।