scorecardresearch

‘দেশ আগে..’, পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন না, সাফ কথা রণবীর কাপুরের

‘কেউ আমার দেশের সঙ্গে শত্রুতা করলে..’, বিস্ফোরক কণবীর কাপুর।

ranbir kapoor, ranbir kapoor pakistani films, ranbir kapoor pakistan controversy, tu jhuthi main makkaar, ranbir kapoor upcoming movies, Ranbir Alia, bollywood news, রণবীর কাপুর, পাকিস্তান, রণবীর কাপুর পাকিস্তানি সিনেমা, রণবীর আলিয়া, ভাকত পাকিস্তান, বলিউডের খবর
পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন না রণবীর কাপুর

শিল্পের ধর্ম না হোক। কাটাতারের বেড়াজালে কিংবা ভৌগোলিক সীমারেখায় শিল্প আটকে না থাকলেও ভারত-পাকিস্তান তিক্ত সম্পর্কের জেরে কোপ পড়েছে দুই দেশের বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের কাজের পরিধিতে। পাক-শিল্পীদের ভারতে কাজ করা নিষিদ্ধ। আর সেখানে কিনা রণবীর কাপুর ‘রেড সি ফিল্ম ফেস্টিভালে’ গিয়ে পাকিস্তানে কাজ করার ইচ্ছেপ্রকাশ করে এসেছেন! যার জেরে বিতর্কের মুখেও পড়তে হয় অভিনেতাকে। এবার সেই প্রেক্ষিতেই নিজের মন্তব্য শুধরে বড়সড় সিদ্ধান্তের কথা ফাঁস করলেন রণবীর কাপুর।

২৬/১১ হোক কিংবা উড়ি, পুলওয়ামা.. বারবার ভারতের ওপর আক্রমণ হেনেছে পাকিস্তান। যার জেরে দুই প্রতিবেশী দেশের শিল্পীদের কাজও কোপ পড়েছে। বছর খানেক আগেই বলিউডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কোনওরকম কাজ নয়। আর এই নির্দেশ যদি কেউ অমান্য করে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেই প্রোডাকশনকে নিষিদ্ধ করা হবে। তবে ২০২২ সালে রণবীর কাপুর পাকিস্তানে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। এবার তাঁর সেই বক্তব্যকেই ফিরিয়ে নিলেন অভিনেতা।

[আরও পড়ুন: ‘ভেঙে গুঁড়িয়ে দিন তাজমহল, লালকেল্লা..’, বিস্ফোরক নাসিরুদ্দিন]

বর্তমান ভারত-পাক আবহাওয়ায় রণবীর তাঁর আগের কথা নিয়ে অস্বস্তিতে পড়েছেন। উল্লেখ্য, অভিনেতার পাকিস্তানি সিনেমায় কাজ করার ইচ্ছেপ্রকাশের মন্তব্যকে অনেকেই ভাল চোখে নেননি। অতঃপর, শোরগোলও কম হয়নি। এবার নিজের মুখের কথা নিজেই ফিরিয়ে নিলেন রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রচারে এসে অভিনেতা সাফ বললেন, “আমার আগের কথার ভুল ব্যখ্যা করা হয়েছে। দেশের থেকে শিল্প বড় নয়। অবশ্যই শিল্পকে সম্মান করি। তবে দেশের উর্দ্ধে গিয়ে নয়। আমার দেশের সঙ্গে কেউ শত্রুতা করলে সেখানে আমার দেশই আমার কাছে প্রাধান্য পাবে।”

যদিও এরপরই রণবীর বলেন, “আমার কাছে সিনেমা সিনেমাই। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ফাহাদ খানের সঙ্গে কাজ করেছি। পাকিস্তানের অনেক শিল্পী আমার পরিচিতও। রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম এঁদের মতো অসাধারণ শিল্পীদের বলিউডে অনেক অবদানও রয়েছে। তাই সিনেমার কোনও সীমারেখা হয় না।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor clarifies statement about wanting to work in pakistani films