Advertisment

বাংলা ছবি 'পারিয়াহ' থেকে আপাদমস্তক টুকলি? রণবীরের 'অ্যানিম্যাল' নিয়ে শোরগোল তুঙ্গে!

সিনেমার পোস্টার নিয়েও টোকাটুকি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranbir kapoor, vikram chatterjee, ranbir kapoor animal, vikram chatterjee pariah, রণবীর কাপুর, বিক্রম চট্টোপাধ্যায়, বলিউড, টলিউড, টেলিভিশন অভিনেতা, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

প্রকাশ্যে এহেন কাণ্ড!

কপি কপি আর কপি! সিনেমার কপি তো হয়েই থাকে। তাই বলে পোস্টার পর্যন্ত! বাংলা ছবি থেকে দেদার টুকলি বলিউডের। রণবীর কাপুরের 'অ্যানিমাল' ছবির পোস্টার দেখলে চমকে যেতে হয়।

Advertisment

বেশ কিছুমাস আগেই তথাগত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'পারিয়াহ'-র। তারপর? প্রকাশ্যে এসেছিল বিক্রমের ফার্স্ট লুক। হাতে একটি কুকুরছানা, রক্ত, ছেঁড়া ফাটা পোশাকে বিক্রমকে লাগছিল একেবারেই অন্যরকম। আর, আজ রণবীরের কাপুরের 'অ্যানিমাল' ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল। টপ টু বটম কপি! বাদ পড়েনি কিছুই। বিভেদ শুধু রণবীরের এক্সপ্রেশনের।

সামনের ১১ই আগস্ট রিলিজ করার কথা রণবীরের নতুন ছবির ট্রেলার। তাঁর আগেই বাংলা ছবি থেকে এহেন কপি দেখে নিতান্তই অবাক সিনেপ্রেমীরা। এদিকে, 'পারিয়াহ' এর শুটিং শেষ। সেই ছবিও পর্দায় আসতে আর বেশি বাকি নেই। আগামীদিনের বলিউড ছবি নিয়েই হিন্দি সিনেমার একটি নামকরা অ্যাওয়ার্ড প্রতিষ্ঠানের তরফেই এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু, বাঙ্গালিদের নজর এড়ায়নি এই বিষয়। তাঁরাও কমেন্ট বক্সে সন্দেহ প্রকাশ করেছেন। ডাক দিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়কেও।

উল্লেখ্য, রণবীর দীর্ঘদিন পর ফিরেছেন সিনেমায়। 'অ্যানিম্যাল' নিয়েও তাঁর অনেক উন্মাদনা। কিছুদিন আগেই র‍্যাপ হয়েছে ছবির। রণবীরের উল্টোদিকে রয়েছেন রশ্মিকা মন্দানা। অন্যদিকে বিক্রমের বিপরীতে রয়েছেন অঙ্গনা রায়। কিন্তু, ছবির পোস্টারটি নজরে আসার পর থেকে নানা প্রশ্ন। কেউ কেউ এডিট বলেও সম্বোধন করছে একে।

tollywood ranbir kapoor Vikram Chatterjee Entertainment News
Advertisment