Yeh Jawaani Hai Deewani Sequal: একটি পোস্ট, আর তারপরই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। ফের বড় পর্দায় ফিরবে পুরনো জুটির নতুন স্বাদ? ২০১৩-এর সেই রণবীর-দীপিকা জুটির নস্ট্যালজিয়ায় ভাসবে দর্শক? ২৩ ডিসেম্বর সোমবার ধর্মা প্রোডাকশনের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করা হয়।
যেখানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার একটি দৃশ্য শেয়ার করে ক্যাপশন লেখা ছিল, 'হামে ইনসে প্যায়ার হো জায়েগা'। এরপরই শুরু হয় জল্পনা। আসছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র সিক্যুয়েল বা পার্ট ২? দুয়ার জন্মের পরই তাহলে দূরত্ব মিটছে রণবীর-দীপিকার? প্রাক্তন জুটির ভক্তদের মনে দানা বাঁধছে সেই প্রশ্ন।
পোস্টের কমেন্ট বক্সে এক নেট নাগরিক উৎসাহের সঙ্গে প্রশ্ন করেছেন,'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ২?' অপর এক ব্যক্তি জানতে চেয়েছেন, এটা YJHD 2-এর পুনরায় রিলিজ?' এই ছবি নিয়ে উৎসাহী এক ব্যক্তি কমেন্ট বক্সে লিখেছেন, ' সিক্যুয়েলের জন্য খুবই উত্তেজিত। দয়া করে যেন আশাহত না হই' । একজন তো আবার মনের কথা জানিয়েছেন, 'আমার তো মনে হচ্ছে এটা YJHD 2' একদিকে যখন ছবির দ্বিতীয় ভাগ নিয়ে উত্তেজনা তখন অন্যদিকে আবার অনেকে ভাবছেন রি-রিলিজ বা পুনরায় মুক্তি। সবটাই ধোঁয়াশা!
ধর্মা প্রোডাকশনের পোস্ট দেখে অনেকের ধারণা কাল হো না হো, ভীর জারা-র মতো ব্লকবাস্টার মুভির রি-রিলিজের মতোই একই পথে হাঁটবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-ও। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত রোম্যান্টিক-কমেডি মুভি YJHD ঝড় তুলেছিল বক্স অফিসে। এই ছবিতে রণবীর, দীপিকা, কল্কি আর আদিত্য রয় কাপুরের দুরন্ত পারফরম্যান্স আজও ভোলেনি দর্শক।
ছবি মুক্তির পর কেটে গিয়েছে ১০ বছর। আজও সিনেপ্রেমীদের মনে YJHD-র জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়নি। বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের ভিত্তিতে ৩০০ কোটির ক্লাবে পৌঁছানো ছবির তালিকায় তৃতীয় স্থানে YJHD। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে থ্রি ইডিয়টস ও এক থা টাইগার।
অতীতে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র সিক্যুয়েল নিয়ে রণবীর বলেছিলেন, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যুয়েল অবশ্যই তৈরি হওয়া উচিত। অয়নের কাছে একটা দারুণ গল্প ছিল। কিন্তু, ব্রহ্মাস্ত্র বানানোর সময় আর কিছু বলল না। হয়তো কয়েক বছর পর আবার করতে পারে। আমার তো মনে হয় সিনেমার গল্পটাকে আগামী ১০ বছর এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যেখানে বানি, নয়না, অভি আর অদিতি তাঁদের জার্নিটা শেষ করেছিল।'