Ranbir-Alia 2nd Baby: 'খুব শীঘ্রই আমি...', দ্বিতীয় সন্তানের চর্চা উসকে বিরাট ইঙ্গিত রণবীরের

Ranbir-Alia: রণবীর-আলিয়ার ঘরে আসছে তাঁদের দ্বিতীয় সন্তান? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনা উসকে দিলেন রণবীর। জুনিয়ার কাপুর বললেন...।

Ranbir-Alia: রণবীর-আলিয়ার ঘরে আসছে তাঁদের দ্বিতীয় সন্তান? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনা উসকে দিলেন রণবীর। জুনিয়ার কাপুর বললেন...।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranbir alia raha

দ্বিতীয় সন্তানের চর্চা উসকে বিরাট ইঙ্গিত রণবীরের

Ranbir Hints For 2nd Child: ২০২২-এ মহেশ কন্যা আলিয়ার সঙ্গে সাত পাকের বন্ধনে আবদ্ধ হন। সেই বছরই প্রথম সন্তান আসার সুখবর শুনিয়েছিলেন রণলীয়া। ধীরে ধীরে রাহা বড় হচ্ছে। ইতিমধ্যেই কাপুর পরিবারে স্টার কিড লাইমলাইটে। ছোট্ট রাহা পাপারাজ্জিদের খুবই ফেভারিট। কিন্তু, রাহাকে সোশ্যাল মিডিয়া ও গ্ল্যামার দুনিয়া থেকে আপাতত সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে এসে রণবীর ঘরণী বলেছিলেন তিনি পুত্র সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছেন। এবার দ্বিতীয় সন্তানের ইঙ্গিত দিলেন জুনিয়র কাপুরও। সত্যিই 'হাম দো অউর হামারে দো' নিয়ে সিরিয়াস রণবীর-আলিয়া? বিটাউনের অন্দরে চর্চা তুঙ্গে। 

Advertisment

Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের কাছে জানতে চাওয়া হয় আর কোনও ট্যটু করানোর পরিকল্পনা আছে কিনা। উত্তরে অভিনেতা বলেন, 'এই মুহূর্তেই নয়। তবে খুব শীঘ্রই করাব। তবে কী করাব জানি না। হয়ত আমার সন্তানদের নামে ট্যাটু করব।' ট্যাটুর সঙ্গে সন্তানের একটা গভীর যোগ রয়েছে রণবীরের। রাহার নামে রণবীর ঘাড়ে ট্যাটু করিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনেই দ্বিতীয় সন্তান নিয়ে চর্চার মাঝে ট্যাটু নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হল রণবীরের দিকে। আলিয়া ভাট পুত্র সন্তানের নাম ঠিক করে রেখেছেন, এই কথা প্রকাশ্যে বলতেই পরিবারে খুদে সন্তানের পদধূলি পড়তে চলেছে। সেই চর্চা উসকে রণবীর বলে দিলেন, শীঘ্রই আরও একটি ট্যাটু করাবেন। 

প্রসঙ্গত, জয় শেট্টির পডকাস্টে আলিয়া বলেছিলেন, 'আমি আর রণবীর যখন মা-বাবা হিসেবে খুবই উচ্ছ্বসিত ছিলাম সেই সময় পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হবু সন্তানের জন্য নাম ঠিক করতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকেই সন্তানের নামকরণ নিয়ে প্রস্তুত থাকতে পারি। ওঁরা ছেলে-মেয়ে দুজনের জন্যই অনেকগুলো নাম আমাদের পছন্দ করার জন্য বলেছিলেন। আমরা তাই নিজেরা সন্তানের নাম নিয়ে একেবারে মাথা ঘামাইনি। পুত্র সন্তানের জন্য একটা নাম আমার খুবব পছন্দ হয়েছিল। কিন্তু, সেটা এখন বলব না।' 

রাহা নামটা সিলেক্ট করেছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'রাহা কিন্তু, বেশ ভাল। আমি যেহেতু ছেলের জন্য একটা নাম পছন্দ করেছিলাম তাই উনি বলেছিলেন ভবিষ্যতে যদি কখনও পুত্র সন্তান হয় তাহলেও রাহা নামটা ওই নামের সঙ্গে বেশ ভাল মানাবে। যদি একটি কন্যা ও একটি পুত্র সন্তান হয় তাহলে এই দুটো নামই হবে পারফেক্ট কম্বিনেশন। আমি আর রণবীর তখনই রাহা নামটাই চূড়ান্ত করে ফেললাম। ছেলেরও জন্য আমরা দুটো আর মেয়ের জন্য একটা নাম ঠিক করেছিলাম।'

bollywood movie Ranbir-Alia bollywood actress Bollywood Couple Bollywood Actor ranbir kapoor Bollywood News aliaa bhatt