নিজের এবং আলিয়ার কান্ড কীর্তি ফাঁস করেই শান্তি পাননি রণবীর। এবার টানলেন বন্ধুকেও। ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুর সংখ্যা খুব কম। হাতে গুণে কয়েকজন। তাঁর মধ্যে আদিত্য রায় কাপুর এবং অয়ন মুখোপাধ্যায় অন্যতম। এবার তাঁদের পোল খুলেছেন প্রকাশ্যে।
ব্যাচেলর হিসেবে আদিত্য রায় কাপুরের নাম একদম শীর্ষে। এমনকি তাঁকে নিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন অনেকেই। ইন্ডাস্ট্রির বড়রা তাঁর জন্য মেয়ে দেখতেও শুরু করতে চান। কিন্তু আদিত্য নিজে? অভিনেতা বিয়ের নাম শুনলেই লজ্জায় লাল হয়ে যান। শেষ কিছুদিন, অনেকেই তাঁকে অনন্য পান্ডের সঙ্গে দেখেছেন। কখনও ফ্যাশন শোয়ে হেঁটেছেন আবার কখনও ডিনার করতে গিয়েছেন। তবে, তাঁর পাত্রী কেমন পছন্দ সেই প্রসঙ্গেও ধারণা দিলেন রণবীর।
আদিত্য নাকি প্রেম করছেন অনন্যার সঙ্গে। আদৌ সত্যি? খোলসা করে রণবীর বললেন, আমি জানি না ও সকলের মাঝে থাকতে পছন্দ করে কিনা। কিন্তু হ্যাঁ, ই তোমার সঙ্গে ভাল ব্যবহার করবে। আমি যতটুকু জানি, ওর A নামের মেয়ে খুব পছন্দ। এবার, A নাম দিয়ে বোঝোই তো। রণবীর এর কথা শুনেই অনেকে আন্দাজ পেয়ে গিয়েছেন কার কথা বলছেন।
কিন্তু, আসল রহস্য অন্যত্র। রণবীরের এই স্বীকারোক্তির পরেই আদিত্য এবং অনন্যা একসঙ্গে। দুজনে রেস্তোরাঁয় সময় কাটাতে গিয়েছিলেন। সেইক্ষেত্রেও ছবি এসেছে প্রকাশ্যে। এখন দুজনে কবে সম্পর্কের সিলমোহর দেন সেটাই দেখার।