Ranbir Kapoor: রণবীরের সামনে বোন তুলে অশ্লীল গালাগাল, ধৈর্য ধরতে না পেরেই মারমুখী অভিনেতা...

Ranbir Kapoor News: গালাগাল শুনতেই সজোরে প্রতিক্রিয়া দিলেন রণবীর!

Ranbir Kapoor News: গালাগাল শুনতেই সজোরে প্রতিক্রিয়া দিলেন রণবীর!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranbir Kapoor in slang used by paparazzi reaction bollywood viral news

Ranbir Kapoor Reaction- গালাগাল শুনতেই খচে বোম্ব রণবীর!

রণবীর কাপুর রেগে আগুন! অভিনেতার সামনে এমন কিছু বলা হল যে, তিনি স্টেজে দাঁড়িয়ে থাকাকালীন রেগে গেলেন। শুধু তাই নয়, যা প্রতিক্রিয়া দেখালেন তিনি।

Advertisment

রণবীর কাপুর তিনি। অভিনেতা নিজের শেষ ছবি অ্যানিম্যালের কারণে বেজায় প্রশংসা পেয়েছেন। তাঁর পাশাপাশি ৯০০ কোটি টাকা আয় করেছে এই ছবি। তাই, সুপারহিট তালিকায় জুড়েছে রণবীরের নাম। অভিনেতা সামনেই নীতিশ তিওয়ারির রামায়ন ছবিতে অভিনয় করছেন।

ক্রমাগতই সেই সেট থেকে ছবি ভাইরাল! রণবীর এবং সাই পল্লবীর লুক ক্রমশই প্রকাশ পাচ্ছে। কিন্তু এবার অভিনেতা ভাল একটি কাজ করতে গিয়ে ফের একবার ক্ষেপলেন! সোনার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে, বেশ আনন্দ নিয়েই কথা বলছিলেন। তারপর?

Advertisment

অভিনেতার সামনে প্রকাশ্যে বোন তুলে গালাগাল! এমন কিছু বললেন উপস্থিত এক পাপারাজ্জি, যে রণবীর নিজেকে আর সামলাতে পারলেন না। রণবীরের ছবি ঠিকঠাক আসছিল না।  ফলেই মেজাজ হারিয়ে একজন এমন ভাষা বলে ফেলেন যে রণবীর দৃঢ় চোখে তাকান। প্রকাশ্যে জানতে চান, হচ্ছেটা কী? নিজের নজরে তিনি বেশ বুঝিয়ে দেন মোটেই এসব শুনে তিনি খুশি নন।

একদিকে রণবীর যেমন রনবিজয় হিসেবে প্রকাশ্যে গালিগালাজ করেছিলেন, বন্দুক তাক করেছিলেন, রক্ত মাংস কিছুই বাকি রাখেননি, তেমনই এবার তাঁকে রাম হিসেবে দেখা যাবে। ফলেই, অভিনেতা একদম অন্য মুডে। কানাঘুষো, শোনা যাচ্ছে তিনি নাকি বর্তমানে নিরামিষ পর্যন্ত খাচ্ছেন।

bollywood ranbir kapoor Entertainment News