Advertisment
Presenting Partner
Desktop GIF

'ভাল নেই'! করোনায় আক্রান্ত রণবীর, জানালেন মা নীতু কাপুর

আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন 'ব্রহ্মাস্ত্র' অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
ranbir

ভাল নেই রণবীর কাপুর (Ranbir Kapoor)। মঙ্গলবার সকালে বি-টাউনে এই খবর চাউর হতেই চিন্তায় পড়ে গিয়েছিলেন কাপুর পরিবারের ঘনিষ্ঠরা। শোনা গিয়েছিল, শরীরিক অসুস্থতা টের পাওয়ার পর থেকেই নাকি অভিনেতা নিজেকে মুম্বইয়ের ফ্ল্যাটে একপ্রকার গৃহবন্দি করে ফেলেছিলেন। অর্থাৎ সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। সেই সময়ে অনকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রণবীরের হয়তো করোনা হয়েছে। ওদিকে কাপুর পরিবারের জেষ্ঠ্য রণধীর কাপুরকে (Randhir Kapoor) ফোনে ধরতেই তিনি সংবাদ মাধ্যমকে রণবীরের অসুস্থতার কথা জানিয়েছিলেন। কিন্তু খোলসা করে বলেননি যে, ঠিক কী হয়েছে? তাই বেলা বাড়তেই যখন উদ্বিগ্ন অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক আরোগ্য কামনা করে বার্তা শেয়ার করেছেন, তখন ছেলের শারীরিক পরিস্থিতির কথা জানাতে ময়দানে নামলেন মা নীতু কাপুর (Neetu Kapoor)।

Advertisment

ইনস্টাগ্রামে নীতু জানিয়েছেন যে রণবীর কাপুর করোনায় (Covid-19) আক্রান্ত। ছেলে আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় সুরক্ষাবিধিই অবলম্বন করছেন রণবীর। সূত্রের খবর, খুব একটা শারীরিক অসুবিধে নেই তাঁর। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন রণবীর।

উদ্বিগ্ন অনুরাগীদের থেকে আসা ক্রমাগত আরোগ্যবার্তার জন্য তাঁদের ধন্যবাদও জানিয়েছেন নীতু কাপুর। তবে কীভাবে কোভিড সংক্রমণ ঘটল, সে সমপর্কে এখনও অবধি কিছু জানানো হয়নি কাপুর পরিবারের তরফে।

bollywood neetu kapoor ranbir kapoor COVID-19
Advertisment