Alia Pre Birthday: প্রাক জন্মদিন সেলিব্রেশনে আলিয়াকে চুমু রণবীরের, 'ব্রহ্মাস্ত্র ২'-এর খবরে সিলমোহর অভিনেতার

Alia Bhatt-Ranbir Kapoor: সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেশনে মেতে আলিয়া-রণবীর। সেই অনুষ্ঠানেই ব্রহ্মাস্ত্র ২-এর ঘোষণা করলেন অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রাক জন্মদিন সেলিব্রেশনে আলিয়াকে চুমু রণবীরের

প্রাক জন্মদিন সেলিব্রেশনে আলিয়াকে চুমু রণবীরের

Ranbir Kisses Alia Bhatt: আগামী ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। তার আগে সেলেব পাপারাজ্জিদের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে মাতলেন মহেশ কন্যা। পিচ রঙের ট্রাডিশনাল কুর্তা আর ট্রাউজারে 'সুপারকিউট' আলিয়া ভাট। পাশে আপাদমস্তক সাদা পোশাকে বেটারহাফ রণবীর কাপুর। ফুল দিয়ে সাজানো টেবিলের উপর আলিয়ার জন্য রাখা বার্থডে কেক। সামনে ক্যামেরার ফ্ল্যাশ ব্লাবের ঝলকানি। প্রিয়তমাকে জড়িয়ে কপালে আলতো চুমু এঁকে দিলেন রণবীর। কেক কাটার সময় হালকা করে একটু কোমর দুলিয়ে নিলেন আলিয়া। সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেশনের সময় কেক কেটে আগে নিজেই মুখে পুড়ে নেন রণবীর ঘরণী। তারপরই বলে ওঠেন, 'ইয়ামি'। 

Advertisment

জন্মদিনের কেক কাটার সময় একটু স্ত্রীর সঙ্গে একটু দুষ্টুমি করলেন রণবীর। কেক কেটে মিষ্টি করে আলিয়ার নাকে ক্রিম লাগিয়ে দিলেন। আর আলিয়া নাকে লেগে থাকা সামান্য ক্রিমটাই হাতে নিয়ে চেটে নিলেন। সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছেন সেলেব প্যাপেরা। চিত্রসাংবাদিকদের সঙ্গে গ্রুপ ছবিও তুলেছেন তারকা দম্পতি। আগামী ১৫ মার্চ ৩২-এ পা দেবেন আলিয়া ভাট। হোলির আনন্দের মধ্যেই কাপুর পরিবার আলিয়ার জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠবে সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না। প্রি বার্থডে উদযাপনে আলিয়ার কুর্তা সকলের নজর কেড়েছে। সূত্রের খবর অনুযায়ী, Mana Label ব্র্যান্ডের পোশাক পরেছিলেন মিসেস কাপুর। যার দাম আনুমানিক ২২ হাজার ৫৫০ টাকা।  

Advertisment

আলিয়ার প্রাক জন্মদিন পালনের মুহূর্তে আরও এক সুখবর দিলেন রণবীর। 'ব্রহ্মাস্ত্র ২' -র খবরে সিলমোহর দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা করা হবে। রণবীর বলেন, 'ব্রহ্মাস্ত্র অয়ন মুখোপোধ্যায় দীর্ঘদিন ব্রহ্মাস্ত্র নিয়ে স্বপ্ন দেখেছেন। এই মুহূর্তে ওয়ার ২ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবি মুক্তির পরই ব্রহ্মাস্ত্র ২-র কাজ শুরু হবে। এখুনি ছবি নিয়ে বেশি কিছু বলছি না। তবে ব্রহ্মাস্ত্র ২ আসবে।' তবে এই ছবিতে রণবীর শিব-এর চরিত্রেই থাকবেন না দেব অবতারে দ্বিতীয় ভাগে নয়া রূপে দর্শকের দরবারে ধরা দেবেন সেটা তো সময় বলবে। প্রসঙ্গত, আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ওয়ার ২। এরপরই সম্ভবত শুরু হবে 'ব্রহ্মাস্ত্র ২'। 

bollywood movie ranbir kapoor Bollywood News bollywood actress Ranbir-Alia Bollywood Actor Bollywood Couple aliaa bhatt