Ranbir 1st wife: আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন! বিয়ের তিন বছর পর কঠিন সত্য প্রকাশ্যে আনলেন বলিউডের 'ব্যাড বয়'

Ranbir Kapoor: আলিয়া ভাটের সঙ্গে দীর্ঘ তিন বছর সংসার করছেন। এক কন্যা সন্তানের বাবা রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানালেন, আলিয়া নাকি তাঁর প্রথম স্ত্রী নন।

Ranbir Kapoor: আলিয়া ভাটের সঙ্গে দীর্ঘ তিন বছর সংসার করছেন। এক কন্যা সন্তানের বাবা রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানালেন, আলিয়া নাকি তাঁর প্রথম স্ত্রী নন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
দীপিকা-ক্যাটরিনা এবং..., আলিয়াকে বিয়ের আগে এই অভিনেত্রীদের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক ছিল

আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন!

Ranbir Kapoor-Alia Bhatt: ২০১৮ থেকে মহেশ কন্যা আলিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। চার বছর প্রেম করার পর ২০২২-এ আলিয়ার সঙ্গে রূপকথার বিয়ে সেরেছেন রণবীর। সেই বছরই প্রেগন্যান্সির ঘোষণা করেন বলিউডের এই 'পাওয়ার কাপল'। কিন্তু, জানেন আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন। আর সেই কথা সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই বলেছেন বলিউডের 'ব্যাড বয়' রণবীর কাপুর।

Advertisment

Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, কেরিয়ারের শুরুর দিকে এক মহিলা ভক্ত তাঁকে বিয়ে করেছিলেন! আজও তিনি নিজেকে রণবীরের প্রথম স্ত্রী হিসেবেই মান্যতা দেন। কিন্তু, মজার ব্যাপার রণবীর তাঁকে চাক্ষুস দেখেননি। তাহলে বিয়েটা হল কী ভাবে? এদিকে আবার 'প্রথম স্ত্রী'-কে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন রণবীর। বাড়ির গেটে দাঁড়িয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল। বিষয়টা গোলমেলে ঠেকছে তো? আসল ঘটনাটা তাহলে খোলসা করা যাক।

Mashable India-কে রণবীর বলেন, 'আমি সেই ভক্তকে 'পাগল' বলব না। কারণ এই শব্দটা নেতিবাচক অর্থে প্রয়োগ করা হয়। তবে কেরিয়ারের শুরুর দিকের একটা ঘটনা আমার মনে আছে। বাড়ির দাঁড়োয়ান আমাকে বলেছিলেন, একটি মেয়ে পুরোহিত নিয়ে এসে বাড়ির গেটেই বিয়ে করেছেন। আমি কিন্তু, তাঁকে দেখিওনি। ওই বাংলোতে আমি বাবা-মায়ের সঙ্গে থাকতাম। গেটে একটা তিলক আঁকা ছিল আর সঙ্গে কিছু ফুল। সেই সময় আমি শহরের বাইরে ছিলাম। ওই ঘটনায় আমি তো স্তম্ভিত। আজ পর্যন্ত আমি তাঁকে দেখিনি। তবে দেখার ভীষণ ইচ্ছে। অধীর আগ্রহে সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি।'

সাম্প্রতিক অতীতে আলিয়াও তাঁর দ্বিতীয় সন্তান নিয়ে মুখ খুলেছিলেন। জয় শেট্টির পডকাস্টে এসে হাঁড়ির খবর ফাঁস করলেন মহেশ কন্যা আলিয়া ভাট। রাহার জন্মের আগেই ছেলের নাম ঠিক করে ফেলেছিলেন। রাহা নামটা সিলেক্ট করেছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'রাহা কিন্তু, বেশ ভাল। আমি যেহেতু ছেলের জন্য একটা নাম পছন্দ করেছিলাম তাই উনি বলেছিলেন ভবিষ্যতে যদি কখনও পুত্র সন্তান হয় তাহলেও রাহা নামটা ওই নামের সঙ্গে বেশ ভাল মানাবে। যদি একটি কন্যা ও একটি পুত্র সন্তান হয় তাহলে এই দুটো নামই হবে পারফেক্ট কম্বিনেশন। আমি আর রণবীর তখনই রাহা নামটাই চূড়ান্ত করে ফেললাম। ছেলেরও জন্য আমরা দুটো আর মেয়ের জন্য একটা নাম ঠিক করেছিলাম।'

bollywood movie alia bhatt Ranbir-Alia bollywood actress Bollywood Couple Bollywood Actor ranbir kapoor Bollywood News Ranbir Kapoor-Alia Bhatt wedding