scorecardresearch

‘মন ভাঙলে ছেলেরা দেবদাস,আর মেয়েরা…’, বিচ্ছেদের ব্যাখ্যা দিতেই নিশানায় রণবীর!

নিজের এতবার মন ভেঙেছে, তাই এত জানেন রণবীর?

ranbir kapoor, ranbir kapoor love life, ranbir kapoor bollywood
বিচ্ছেদ নিয়ে কী বলছেন রণবীর?

ছেলেদের মন ভাঙলে তাঁরা একরকম, আর মেয়েদের মন ভাঙলে? এক ভয়ঙ্কর ব্যাখ্যা দিয়ে আবারও চর্চায় রণবীর কাপুর। বিচ্ছেদের পর দুজনের হাল-ই বেহাল নাকি ছেলেদের সমস্যা অনেক বেশি হয়, মজার সুরে এ কি বললেন রণবীর।

এবার, চুটিয়ে ছবির প্রোমোশন করছেন রণবীর। তু ঝুটি ম্যায় মক্কার ছবির কারণেই পৌঁছেছিলেন কপিলের শোয়ে। সেখানেই তাঁর বক্তব্য প্রেমে দাগা খেলে ছেলেদের আর মেয়েদের মধ্যে প্রতিক্রিয়া হয় ভিন্ন! মেয়েরা নিজেদের নিয়ে ব্যাস্ত থাকেন আর ছেলেরা মনের দুঃখে দেবদাস হয়ে যায়। রণবীর বললেন…

যখন মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন ছেলেরা উষ্কখুষ্ক ছুল, দাঁড়ি, মুখে একদম স্পষ্ট সেই ছাপ। কারওর তো এতটাই বাচার ইচ্ছে ছলে যায় যে, ভুঁড়ি বড় হয়ে যায়। কিন্তু মেয়েরা? ওঁদের তো তখন আলাদাই আনন্দ! সবচেয়ে বড় বিষয় হল, ওরা পার্লারে যাবে, নিজেকে আরও সুন্দর করে তুলবে। কেউ জানার আগেই আবার প্রেমে পড়ে যাবে। রণবীরের এই কথায় হেসে খুন সকলে। যদিও, অ্যা দিল হ্যা মুশকিল ছবিতেও ব্রেক আপ সং গানে এভাবেই নিজের ব্রেকাপকে সেলিব্রেট করেছিলেন অনুস্কা, আর তাতে সঙ্গ দিয়েছিলেন রণবীর।

এখন শুধুই প্রোমোশন। শ্রদ্ধা এবং রণবীর দুজনে এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন। লাভ রঞ্জনের এই সিনেমা বহুদিন পর রণবীরের জীবনে রম-কম হতে চলেছে। যদিও রণবীরের এই মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। ছেলেরা সাপোর্ট করলেও মেয়েদের অনেকেই বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ রণবীর এতগুলো ব্রেকাপ কীভাবে সামলেছেন সেই নিয়েও জানতে চেয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor said after break up girls and boys have different aspects