Advertisment

'আলিয়া সাংসারিক উকিল! ছাড়বেই না…', বউয়ের ভয়ে তটস্থ রণবীর?

সংসারে অশান্তি লেগেই রয়েছে রণবীরের! আলিয়াকে নিয়ে কী বলছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt, alia bhatt actress, alia bhatt new mom, alia bhatt being mother, alia loved her motherhood, alia motherhood tips, ranbir kapoor, alia ranbir daughter

আলিয়া-রণবীর

বিয়ের পর থেকেই আলিয়া রাজ চলছে রণবীরের সংসারে। এমনকি শাশুড়ি নিতু সিং নিজেও জানিয়েছিলেন এখন সুধুই আলিয়া যা বলবে তাই হবে। হচ্ছেও তো তাই। একদম বউয়ের শাসনে জর্জরিত রণবীর।

Advertisment

মেয়ে রাহাকে নিয়ে ব্যাস্ততার শেষ নেই রণবীরের। কখনও ঢেঁকুর তোলাতে রাত কাবার করছেন আবার কখনও তাকে ঘুম পাড়াতে ব্যাস্ত। কিন্তু বউ আলিয়ার ভয়ে হাত পা ঠাণ্ডা রণবীরের। কিন্তু কেন? আলিয়া নাকি পান থেকে চুন খসলে রে-রে করে ওঠেন! এমনিতেও তীব্র প্রতিবাদী আলিয়া। কাউকেই কথা বলতে ছাড়েন না। সম্প্রতি দিদি করিনার অনুষ্ঠানে এসেই একথা বলেছেন রণবীর।

প্রথম থেকেই শ্রদ্ধা এবং রণবীরকে একসঙ্গে দেখা যাচ্ছিল না প্রমোশনের ক্ষেত্রে। আলিয়ার নাকি আপত্তিও ছিল দুজনকে নিয়ে। রণবীর বলেন, "আলিয়া সংসারে পুরো উকিলের মত। ও যদি বুঝতে পারে যে কেউ অর ভুল ধরছে তবে, নিজের পক্ষে যুক্তি না দিয়ে ছাড়বেই না"। কিন্তু আমার এসব নেই। অহমিকা নেই, বরং হার মানতেই ভাল লাগে। তাহলে কি সংসারে শান্তি নেই তাঁর? এই তো বউয়ের জন্মদিন পালন করে এলেন লন্ডনে?

অভিনেতার কথায়, আলিয়ার রেগে যাওয়ার কারণ তিনি নিজেই। কিন্তু আলিয়ার কোনও কথাই গায়ে মাখেন না। ঝগড়ার পরেও শান্ত থাকেন তিনি। বরং চুপ থাকতেই বেশি ভালবাসেন। আলিয়াকে শান্ত হওয়ার সুযোগ দেন। এমনিও অতিরিক্ত ছটফটে স্বভাবের আলিয়াকে নিয়ে যায় যায় অবস্থা, এখন মেয়ে রাহাও যদি মায়ের মত হন! চিন্তায় ঘুম উড়েছে রণবীরের।

bollywood Entertainment News
Advertisment