scorecardresearch

নতুনদের সুযোগ দেওয়া হয় না হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে : রণবীর কাপুর

বলিউডের ফিল্মই বাড়ির ছেলে হয়েও হঠাৎ কেন এইকথা বললেন রণবীর?

Ranbir Kapoor, Alia Bhatt, Ranbir Alia, Ralia, Mumbai paps, Bollywood news, Ranbir Kapoor news, Ranbir Kapoor film, Ranbir Kapoor box office, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর আলিয়া, মুম্বই পাপ্পারাজি, বলিউডের খবর
ইন্ডাস্ট্রি প্রসঙ্গে সরব রণবীর

বলিউডে নতুনদের সুযোগ দেওয়া হয় না? চরম বিস্ফোরক মন্তব্য রণবীর কাপুরের। কিন্তু, বলিউডের অন্যতম অভিনেতা হয়েও তিনি এই কথা কেন বললেন!

অভিনেতাকে এক অনুরাগী প্রশ্ন করতেই এই উত্তর দিলেন রণবীর। বছর ১৬ আগে, ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তাঁরসঙ্গে পরিবারের দিক তো রয়েছেই। কাপুর বংশের ছেলে বলে কথা, তাঁর সুযোগের অভাব হয়নি। কিন্তু আজ এত বছর পরে ইন্ডাস্ট্রির সম্পর্কে এমন কথা কেন বললেন তিনি? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসুবিধা কোথায়? কোনদিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত?

সেই প্রসঙ্গে রণবীর বলেন, “আমার যেদিকটায় সমস্যা মনে হয় সেটা হল, শেষ দশবছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষজন খুব কনফিউজড, তারা নিজেও জানে না তাঁরা কি করছে? পাশ্চাত্য প্রভাবে জর্জরিত”। এখানেই, শেষ নয়। রণবীরের কথায়, “এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ আছেন যারা নতুনদের সুযোগ দেয় না। নতুন কিছু পরিচালক, অথবা অভিনেতাদের সুযোগ দেওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ন। তাহলেই নতুন সব গল্প আসবে, মানুষ অনেককিছু জানবে। একটা পরিবর্তন আসবে। এটা হওয়া উচিত।

উল্লেখ্য, রণবীর বর্তমানে ব্যস্ত অ্যানিমাল ছবির শুটিংয়ে। শেষ তাঁকে দেখা গেছে লাভ রঞ্জন এর তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে। যদিও, ব্রহ্মাস্ত্র ছবি থেকেই সাফল্য পেয়েছেন তিনি। কিছুটা ব্যস্ততা এখন মেয়ে রাহাকে নিয়েও রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor said hindi film industry never gave chance to new talents