এবার ডাকাতের বেশে দেখা যাবে রণবীর কাপুরকে, সৌজন্যে শামশেরা

রণবীরকে অ্যাকশন হিরো হিসেবে পর্দায় আনছে যশরাজ ফিল্মস। ছবির নাম শামশেরা। এ ছবিতে ডাকাতের বেশে দেখা মিলবে বলিউডের লাভার বয়ের।

রণবীরকে অ্যাকশন হিরো হিসেবে পর্দায় আনছে যশরাজ ফিল্মস। ছবির নাম শামশেরা। এ ছবিতে ডাকাতের বেশে দেখা মিলবে বলিউডের লাভার বয়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
shamshera poster

শামশেরা ছবিতে ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

সঞ্জয় দত্তের বায়োপিক সনজুতে তাঁর লুক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা বলিপাড়ায়। সে ছবি মুক্তির আগেই এবার আরও এক নতুন অবতারে মুখ দেখালেন রণবীর কাপুর। এ যে সে অবতার নয়, একেবারে নয়া লুকে বলিউডের লাভার বয়। পাওয়ার প্যাকড অ্যাকশন নিয়ে এবার বলিউডে পা রাখবেন রণবীর কাপুর। রণবীরকে অ্যাকশন হিরো হিসেবে পর্দায় আনছে যশরাজ ফিল্মস। ছবির নাম শামশেরা। সোমবার ট্যুইটারে এ ছবির টিজার প্রকাশ করা হল। যেখানে রণবীরকে দেখে চমকে গিয়েছেন অনেকেই।

Advertisment

৪৫ সেকেন্ডের ভিডিওতে যুদ্ধং দেহী মেজাজে দেখা গিয়েছে রণবীরকে। হাতে কুড়ুল, চোখে মুখে ক্রোধের ছাপ। সব মিলিয়ে রণবীরের এহেন অবতার আগে কেউ দেখেননি। এ ছবিতে এক ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীরকে।

Advertisment

আরও পড়ুন, সনজুর নতুন পোস্টার: সঞ্জয় দত্তের লুকে মাত করলেন রণবীর কাপুর

শামশেরার মতোই এরকম একটা ছবির জন্য অপেক্ষা করেছিলেন বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন নায়ক। এ ছবি নিয়ে তিনি যে যথেষ্ট উত্তেজিত, তা তাঁর কথাতেই আন্দাজ মিলেছে। কমফর্ট জোনের বাইরে গিয়ে এ চ্যালেঞ্জ নিতে তৈরি বলেও জানিয়েছেন রণবীর।

আরও পড়ুন, এপ্রিলে বলিপাড়ায় মন্দার বাজার, এখনও বাজার মাত করছে বাগী ২

২০১৮-র শেষ দিকে করণ মালহোত্রার পরিচালনায় এ ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে। সব ঠিক থাকলে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এ ছবির শ্যুটিং শেষ হবে। তবে আপাতত এই মুহূর্তে সবার নজর সনজু ছবির দিকে। চলতি বছরের ২৯ জুন মুক্তি পাচ্ছে সনজু। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে অয়ন মুখার্জির ছবি ব্রহ্মাস্ত্র। যে ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রণবীর ও আলিয়া ভাটকে।

ranbir kapoor shamshera bollywood