শেষ কিছুদিন ধরেই রণবীর কাপুর এবং তাঁর মেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট রাহা গুটি গুটি পায়ে হেঁটে সকলের মন ভাল করে দিয়েছেন। বাবা রণবীর সবসময় তাঁর সঙ্গে ছায়ার মতো থাকেন। কিন্তু ঋষি কাপুর মোটেই সেরকম ছিলেন না।
রণবীর আজও সেসব মনে রেখেছেন। বাবা মায়ের ঝগড়াও রণবীরকে কাঁটার মতো বিঁধতে থাকে। অভিনেতার সঙ্গে তাঁর মেয়ে রাহার যেমন সম্পর্ক, ঋষির সঙ্গে সেরকম সম্পর্ক রণবীরের ছিল না। দিদি রিধিমা একসময় তাঁর খুব কাছের ছিলেন। যখন তারা ছোট ছিলেন, একসঙ্গে রুম শেয়ার করতেন। মারামারি করতেন। কিন্তু একটা সময় পর, দিদি চলে গেলেন পড়তে। রণবীর বললেন...
"আমি খুব আবেগগতভাবে বিচ্ছিন্ন মানুষ। আমার দিদির দিল্লিতে যখন বিয়ে হয়ে গেল, আমি কিছুই বুঝি নি। কিন্তু এখন মেয়ে হওয়ার পর থেকে কেমন যেন বুঝতে পারি, যে সবকিছু পাল্টে যাচ্ছে। আমি মানুষের কদর বুঝতে পারছি।" অভিনেতা আরও বলেন... "আমার যতটা দিদির কাছের মানুষ হওয়ার কথা ছিল, আমি সেটা হতে পারি নি। এটা একটা আক্ষেপের জায়গা। এখন মেয়ের বাবা হওয়ার পর থেকে, সেসবে বদল এসেছে। আমার মনে হয়, আবার জন্ম হল। সকলের সঙ্গে যে এড়িয়ে চলার সম্পর্কটা বজায় রাখতাম, সেটা এখন পাল্টে ফেলেছি।"
আরও পড়ুন - Devlina Kumar: ‘চুমুর জন্য, কারওর উপস্থিতির জন্য…’, টলিপাড়ায় বিচ্ছেদের মাঝেও গৌরব-পত্নী দেবলীনা যা বলছেন…
এমনকি তিনি বাবা মায়ের মধ্যে যে বিভেদ দেখেছেন, যে অশান্তি দেখেছেন সেটা আজও মনে রয়েছে তাঁর। বাবা মায়ের মধ্যে যেভাবে ঝগড়া বেড়েই চলত, সেকথা জানিয়েই রণবীর বলেন... "বেশিরভাগ সময় ওদের মধ্যে আমায় ঢুকতে হত। আর রিধিমা চলে যাওয়ার পরই সেটি আরও বাড়তে থাকে। তাই, ওকে আমি পেতাম না। আমায় ভীষণ দায়িত্ববান হতে হয়েছিল সেই জায়গায়। মা, আমায় নানা কথা বলত। তাঁর জীবন এবং অনুভূতি নিয়ে। কিন্তু বাবা এতটা এক্সপ্রেসিভ ছিলেন না। তাই, ওনার দৃষ্টিকোণ আমি জানতাম না।"
উল্লেখ্য, রণবীর গতবছর বড় হিটের একটি হিট উপহার দিয়েছেন। অ্যানিম্যাল প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে। সামনে সঞ্জয় লীলা বানসালির ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। যাতে আলিয়া এবং ভিকি দুজনেই অভিনয় করতে চলেছেন তাঁর সঙ্গে।