এ কী অঘটন, ফুটন্ত কফি উল্টে গেল রণবীরের পায়ে! তারপর?

মা নীতুর সামনেই ঘটল এই অঘটন, তারপর?

মা নীতুর সামনেই ঘটল এই অঘটন, তারপর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranbir kapoor, Ranbir kapoor news, RK news, Ranbir kapoor bollywood update, Ranbir kapoor bollywood news, Ranbir kapoor spills coffee, Ranbir kapoor reaction, রণবীর কাপুর, রণবীরের খবর, রণবীরের প্যান্টে উল্টে গেল কফি

রণবীরের প্যান্টে উল্টে গেল কফি

তথাকথিত শান্ত মানুষ হিসেবে তাঁর বিরাট খ্যাতি। অভিনেতা হিসেবে তো বটেই একজন মানুষ হিসেবেও রণবীরের তুলনা হয় না। কথার ধরণ হোক কিংবা হাবভাব সবসময়ই নিজেকে মার্জিত রাখেন রণবীর। তাই তো, এমন এক অপ্রীতিকর পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখলেন তিনি।

Advertisment

গতকাল রণবীর এবং নীতু সিং গিয়েছিলেন এক অনুষ্ঠানে। যেখানে মঞ্চে বসে থাকা কালীন রণবীরের সঙ্গে যা ঘটল...তাতে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। কেন? মায়ের সামনেই এমন ঘটনাও ভীষণ বুদ্ধিমত্তা দিয়েই সামলালেন আর কে। গরম কফি প্যান্টএ পড়ার পরেও একটুও রেগে গেলেন না তিনি, বরং হেসে সামলে নিলেন গোটা পরিস্থিতি।

সামনে বসে রয়েছেন মা নীতু সিং। একটি আলোচনা চলাকালীন হঠাৎ করে হাতে ধরে রাখা কফির কাপ উল্টে পড়ে গেল রণবীরের পায়ের ওপর। এদিকে, গরম কফি পড়তেও একবিন্দু খারাপ আচরণ তো দূর, অভিযোগ পর্যন্ত করলেন না তিনি। বরং নিজেই সামলে নিলেন সবটা। কোনও সমস্যার সৃষ্টি না করেই রণবীর হাত পরিষ্কার করে নিলেন। এদিকে ছেলের এই অবস্থা দেখে নীতু সিং স্তম্ভিত। শুধু তাই নয়, নিজেও কী বলবেন যেন ভেবে পাচ্ছেন না।

Advertisment

উল্লেখ্য, রণবীরকে এহেন শান্ত থাকতে দেখে যেন আপ্লুত অনেকেই। কেউ বললেন, জেন্টেলম্যান এমনই হয়। আবার কেউ বললেন, পরিস্থিতি সামলে নেওয়াই তো আসল শিক্ষা। আবার কেউ বললেন, এত গরম কফি পড়ার পরেও যে শান্ত হয়ে বসে আছেন তিনি তাতেই তো বিরাট ব্যাপার।

bollywood ranbir kapoor Entertainment News