/indian-express-bangla/media/media_files/2025/09/28/raha-2025-09-28-16-34-00.jpg)
কী বলছেন মেয়ে রাহা?
আজ ৪৩তম জন্মদিনে ভক্তদের জন্য একটি বিশেষ ভিডিও শেয়ার করলেন অভিনেতা রণবীর কাপুর। নিজের লাইফস্টাইল লেবেল আর্কস-এর মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে চমক হিসেবে উপস্থিত ছিল রণবীর-কন্যা রাহা।
ভিডিও বার্তায় রণবীর বলেন, “হাই, আমার জন্মদিনে পাওয়া সমস্ত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আজ আমার বয়স ৪৩। আমার দাড়িতে এখন প্রচুর সাদা চুল, যা বছর বছর আরও বাড়ছে। কিন্তু আমি আমার পরিবার, বন্ধু, কাজ এবং সবচেয়ে বেশি আপনাদের সবার প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। আপনারা আমাকে সত্যিই বিশেষ অনুভব করান।”
ভিডিওর পেছনে শোনা যায় রাহার মিষ্টি কণ্ঠস্বর। কখনও সে কথা বলছে, আবার কখনও হঠাৎ আনন্দে চিৎকার করে উঠছে। এই মুহূর্তেই রণবীরের সেই ভিডিওটি আরও নজর কেড়েছে সকলের।
জানা গেছে, জন্মদিনের আগে স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহাকে নিয়ে একটি ছোট্ট ছুটি কাটিয়েছেন রণবীর। রবিবার সকালে তাঁরা প্রাইভেট চার্টারে মুম্বইয়ে ফেরেন। বিমানবন্দরে পৌঁছালে রণবীরকে পাপারাৎজিদের উদ্দেশে উড়ন্ত চুম্বন দিতে দেখা যায়। অন্যদিকে, অল-ব্ল্যাক পোশাকে ধরা দেন আলিয়া।
রণবীরের জন্মদিনে তাঁর মা নীতু কাপুরও ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান। তিনি রণবীর-আলিয়ার একটি ছবি পোস্ট করে লেখেন- "শুভ জন্মদিন আমার ভালবাসা। তোমাকে পেয়ে আমি ভীষণ কৃতজ্ঞ ও ধন্য।"
অভিনয় জীবনে রণবীরকে শিগগিরই দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় লাভ অ্যান্ড ওয়ার ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। ছবিটি মুক্তি পাবে ২০ মার্চ, ২০২৬-এ। এছাড়া তিনি নীতেশ তিওয়ারির রামায়ণ মহাকাব্যভিত্তিক প্রজেক্টেও গুরুত্বপূর্ণ রাম চরিত্রে রয়েছেন। এই ছবির বিশাল তারকাসভায় রয়েছেন যশ, সাই পল্লবী, রবি দুবে এবং সানি দেওল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us