পামেলা চোপড়ার জীবনাবসানের পর থেকেই আদিত্য চোপড়ার বাড়িতে শোক পালন করতে পৌঁছেছিলেন অনেকেই। অমিতাভ থেকে ছেলে আরিয়ানকে নিয়ে শাহরুখ, বাদ পড়েন নি কেউই। তবে, এরই মাঝে রণবীরের দায়িত্ববোধ দেখেই বাহ বাহ করছে নেটজনতা। কেন? ঠিক কী হয়েছে?
Advertisment
অন্যান্যদের মতোই আলিয়া রণবীর গিয়েছিলেন সেখানে। দুজনের পরনেই সাদা রঙের পোশাক। বাড়িতে ঢুকতে গিয়েই দরজার একদম মাঝখানে আলিয়া জুতো খুলে রাখতেই রণবীর যা করলেন, সেই দেখেই মুগ্ধ নেটপাড়া। আলিয়ার জুতো হাতে তুলে নিয়ে ভেতরে রাখলেন রণবীর। শুধু রাখলেন এমন নয় বরং যাতে কারওর অসুবিধা না হয় সেটাও দেখলেন। সম্পর্কে এটুকু না করলেই নয়। আর অভিনেতার এই কাজেই বাহবা দিলেন সকলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীরের এই ভিডিও। কেউ বলছেন, রণবীর আলাদাই মানুষ। আবার কেউ বলছেন, এটাই তো করা উচিত। তারকা বলে কি স্বামী স্ত্রী নয়? কিন্তু সুপারস্টারডোম যখন, নেতিবাচক মন্তব্য তো থাকবেই। কেউ কেউ আবার বললেন, সবটাই শিরোনামে থাকার জন্য। পাপারাজ্জিদের দেখাতে এসব করেছেন তাঁরা!
কিছুদিন আগেও তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে শিরোনামে ছিলেন তাঁরা। রণবীরকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন তিনি। তখনও তাদের সম্পর্ক নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। শো অফ করছেন আলিয়া, সবকিছুই ফেক, এমন মন্তব্যও শোনা গিয়েছিল। যদিও, নিজেদের মেয়ে রাহাকে নিয়ে এখন শুধুই সুন্দর দিন কাটাচ্ছেন দুজনে। প্রতিদিনই প্রায় কাপল গোলস এর ঝলক মেলে।
উল্লেখ্য, রণবীরের আচার, ব্যবহার নিয়েও নানা মানুষ প্রশংসা করছেন। তারকা সুলভ আচরণ তাঁর কখনোই নেই। বরং, সবসময়ই হাসিখুশি এবং ফ্যানদের সঙ্গে নমনীয় হতে দেখা যায় তাঁকে।