Ranbir plays with Raha: রণবীরকে নিয়ে যত রকম কুৎসা আগে রটেছে, এখন যেন সবটাই উল্টে পাল্টে গিয়েছে। যতবার সে নানা নায়িকার মন নিয়ে খেলে আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছে। আলিয়াকে বিয়ের পর বরং বলা উচিত মেয়ের বাবা হওয়ার পর তাঁর সব পাপ ধুয়ে গিয়েছে বলেই মনে করেন দর্শকরা।
রণবীর কাপুরকে ( Ranbir Kapoor ) আগে স্বামী হিসেবে যতটা রেড ফ্ল্যাগ হিসেবে বর্ণনা করা হত। এখন যেন তাঁর কিছুই নেই। বাবা হিসেবে প্রতিদিন ট্রেন্ড সেট করছেন রণবীর। গতকাল থেকে ভাইরাল হয়েছে একটা ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মা আলিয়া ( Alia Bhatt ) নিজের সেশনে ব্যস্ত কিন্তু রাহা? তাঁর সব দোস্তি যেন তাঁর বাবার সঙ্গে। বাবার কোলে থাকলে তাঁর হাসি ধরে না। আর গতকাল তো, বাবাকে যেভাবে দৌড় করালেন তিনি।
বাবার মেয়ে রাহা ( Raha Kapoor ), এখন আর খুব ছোট নেই। বরং সে নিজের পায়ে শুধু হাঁটতে পারে না, দৌড় দিতে জানে। তাঁর শব্দ এখন অনেক স্পষ্ট। কিছুদিন আগেই সকলকে শুধু হাই বলে, তাক লাগিয়ে দিয়েছিল একরত্তি। আর এবার তো প্রকাশ্যে তাঁকে এত কথা বলতে শোনা গেল। পুঁচকে রাহা, বাবার সঙ্গে খেলতে ব্যস্ত। শুধু তাই নয়, যা উন্মাদনা তাঁর। রণবীরকে একদণ্ড বসতে দেবে না সে। হাত পা তুলে, অন ইয়োর মার্ক, গেট সেট গো বলেই দে দৌড়।
আর রাহার সঙ্গে সঙ্গে দৌড়তে ব্যস্ত রণবীর নিজেও। বাবাকে হাত ধরে টেনে তুলে দিল সে। এমনও বলল, বাবা উঠে দাঁড়াও। আর রণবীর? সেও মেয়ের কথা মত বল খেলা ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করল। সবথেকে নজর কেড়েছে একটি বিষয়। রণবীরের টুপিতে লাগানো রাহার হেয়ারব্যান্ড। এমনকি, ঋষি পুত্র যে একেবারেই নরম মনের বাবা নয় সেকথাও দেখা গেল। বাচ্চারা দৌড়তে দৌড়তে উল্টে পড়বেই। কিন্তু রণবীর একেবারেই সেসব বিষয়কে আমল দেওয়ার মানুষ না। বরং রাহা উল্টে পড়লেও দিব্যি উঠে বাবার কাছে গেল। মেয়েকে কোলে বসিয়েই সে সবটা সামলে নিল।
উল্লেখ্য, রাহা এখন সমাজ মাধ্যমে সবথেকে বেশি জনপ্রিয়। সব সেলিব্রিটির থেকে তাঁকে দেখতে বেশি পছন্দ করেন অনুরাগীরা। বিশেষ করে যারা রণবীরের ভক্ত, তাঁরা যেন রাহার কান্ডকীর্তি দেখে ভীষণ খুশি। রাহার মিষ্টতা, দারুণ প্রশংসা পায় সোশ্যাল মিডিয়াতে। তাঁর সঙ্গেও বেশি ভালবাসা পাচ্ছেন রণবীর নিজেও। বাবা হিসেবে যে তিনি অনবদ্য একথা অস্বীকার করার নয়। কেউ বললেন, রণবীর তাঁর সবথেকে গ্রিনেস্ট এরা উপভোগ করছেন এখন। আবার কারওর কথায়, এভাবে যে মানুষ পাল্টে যায় রণবীরকে না দেখলে বোঝা যায়না।