scorecardresearch

‘মরে যাব নাকি?’ মেয়ে রাহার জন্য উইল করার পরামর্শ শুনেই ফোঁস করলেন রণবীর কাপুর

কাপুর খানদানে সম্পত্তির উত্তরাধিকারি কে?

Ranbir Kapoor, Alia Bhatt, Ranbir Alia, Ranbir Kapoor daughter Raha, Ranbir Kapoor will, Kapoor family, bollywood news, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর আলিয়া, রণবীর কাপুরের মেয়ে, রাহা, রণবীর আলিয়া কন্যা, কাপুর পরিবার, বলিউডের খবর
রণবীর-আলিয়া

‘মেয়ে রাহার জন্য উইল করুন..’, পরামর্শ শুনেই রণবীর কাপুর ভয়ে ফোঁস করে উঠলেন! অভিনেতার পাল্টা প্রশ্ন- ‘মরে যাব নাকি?’ সদ্য বাবা হয়েছেন। মেয়ের এখনও ৬ মাস বয়সই হয়নি, আর এখনই ‘স্বেচ্ছাপত্র’ তৈরির কথা। হজম করতে পারলেন না কাপুর-পুত্র।

বলিউডের কাপুর খানদান বলে কথা! সেলিব্রিটি বংশে বংশানুক্রমে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। বর্তমানে রণবীর কাপুর ছাড়াও করিনা- করিশ্মারা সেই ধারা অব্যহত রেখেছেন। বংশের একমাত্র বউমা এখন আলিয়া ভাট। গতবছর নভেম্বরে মা হয়েছেন। খুদে রাহা এখন মাত্র ৪ মাসের। হাজারো ব্যস্ততার মাঝে তাঁকে নিয়েই দিন কাটছে রণবীর-আলিয়ার। আর এসবের মাঝেই জোর গুঞ্জন চলছিল যে, মেয়ের ভবিষ্যতের পরিকল্পনা করেই উইল প্রস্তুত করেছেন তারকা-দম্পতি।

বিষয়টা কি আদতেই তাই? রণবীর এক সাক্ষাৎকারে জানান, আলিয়া যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তাঁর ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট-ই অভিনেতাকে পরামর্শ দেন যে, ‘বাবা হচ্ছেন উইল করিয়ে রাখতে চান?’ যা শুনে রণবীর একেবারে থতমত খেয়ে যান। কাঁপা গলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করেন, ‘কেন মারা যাব নাকি?’ অভিনেতার কথায় অবসর নেওয়ার সময় হলে উইল বানায় কেউ। আমার এখনও কাজ করার বাকি। কেমন বাবা হয়ে উঠতে পারব, সেটা নিয়েই চিন্তায়।

[আরও পড়ুন: হাসপাতালের বেডে পরিচালক প্রভাত রায়, ইন্ডাস্ট্রির সব ‘নিখোঁজ’! দেখা করলেন ভিক্টর]

প্রসঙ্গত, সম্প্রতি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রচারের জন্য কলকাতায় পা রেখেছিলেন রণবীর কাপুর। মেয়ে হওয়ার পর প্রথমবার বাবা এসেছেন শহরে। খালি হাতে আসেননি। সংবাদমাধ্যমের কর্মীদের জন্য গুড়ের মিষ্টিও নিয়ে আসেন। রাহাকে নিয়ে খোলামনে কথাও বলেন। জানান, রাহা খাওয়ার পর তাঁকে ঢেঁকুর তোলানোর দায়িত্ব থাকে রণবীরের।

অভিনেতা বলেন, “বাবা হওয়া পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি। আমার মেয়ে ৩ মাসের হল। ২ সপ্তাহ হল হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। কলকাতায় আসার আগে মাত্র ২০ মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গেছি।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoors ca advised him to make a will for daughter raha