আলিয়ার 'গাঙ্গুবাই' ম্যাজিকে মুগ্ধ রণবীর কাপুর, ট্রেলার দেখে কী করলেন দেখুন

নেটদুনিয়া বলছে, 'রাজা-রানি'

নেটদুনিয়া বলছে, 'রাজা-রানি'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

রনবীরের কাণ্ড দেখে আপ্লুত সকলে

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ছবির ট্রেলার লঞ্চেই বাজিমাত। আলিয়া-বানসালি জুটির প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। এত অল্প বয়েসে এমন তুখোড় অভিনয় দেখে আপ্লুত দর্শকরা। তবে আলিয়ার ( Alia Bhatt ) কাছের মানুষদের রিয়্যাকশন ঠিক কেমন? ঘটনা প্রসঙ্গে প্রেমিক রণবীর কাপুরের ( Ranbir Kapoor ) এর প্রতিক্রিয়া দেখে উচ্ছাস সকলের। 

Advertisment

ক্যাজুয়াল পোশাকে রণবীর পাপারাজ্জিদের সামনে ধরা দিতেই, খুশির জোয়ার। প্রথা মেনেই একজন জিজ্ঞেস করলেন, কেমন লাগলো গাঙ্গুবাই এর ট্রেলার?  মুখে শুধু বললেন বহুত বড়িয়া অর্থাৎ দারুণ! সঙ্গেই দেখবার মত রণবীরের প্রতিক্রিয়া - আলিয়ার মতই পেছন ঘুরে দু হাত তুলে পোজ দিলেন তিনি। 

দেখামাত্রই আনন্দিত এবং অবাক সকলে। আরে বাপরে বলেই চেঁচিয়ে ওঠেন সকলে। রণবীরের এই কীর্তি দেখে দুজনকে রাজা রানী বললে সম্বোধন করতেও ছাড়েননি তারা। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে আফ্রিকার জঙ্গল থেকে ঘুরে এসেছে প্রেমিক যুগল। অয়ন মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্রতে একসঙ্গে দেখা যাবে তাদের। আপাতত আলিয়া গাঙ্গুবাই নিয়ে যথেষ্ট ব্যস্ত। 

Advertisment

ranbir kapoor alia bhatt Gangubai Kathiawadi Ranbir-Alia