scorecardresearch

‘আমার মাও মেয়েকে নিয়ে এত ভাবে না…’, নিতু সিং নয়! রাহার খবর পেতেই উপহারে ভরিয়েছিলেন কে?

রণবীরের মেয়ে রাহাকে নিয়ে এত আনন্দ কার? অভিনেতা জানালেন নিজেই

Ranbir kapoor, alia bhatt, ranbir alia, ranbir alia daughter, raha, ranbir alia raha, Ranbir kapoor news, Ranbir kapoor bollywood update, alia bhatt news, alia bhatt daughter, alia bhatt bollywood, alia bhatt news update, alia Ranbir news, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর খবর, রণবীর কাপুর নিউজ, রণবীর কাপুরের মেয়ে রাহা, আলিয়া ভাট খবর, আলিয়া ভাট নিউজ, আলিয়া ভাট বলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
রণবীর-আলিয়ার মেয়ে রাহা

রণবীর আলিয়াকে নিয়ে সবসময় চর্চা হয়েই থাকে। তবে, এবার প্রকাশ্যে এসেছে এমন এক তথ্য, যা সকলকে চমকে দিতে পারে। অর্থাৎ? মা নীতুকে নিয়ে এক বিরাট খোলসা করেছেন তিনি। নাতনি রাহাকে নিয়ে চিন্তিত অন্য কেউ, কিন্তু ঠাকুমা নন…

কপিল শর্মার শোয়ে এসেই এই প্রসঙ্গে জানিয়েছিলেন রণবীর। আলিয়া রণবীর কন্যা রাহাকে নিয়ে ঠাকুমার থেকেও বেশি চিন্তিত অন্য কেউ? রণবীরের কথা শুনে চোখ কপালে সকলের। কে সেই ব্যক্তি যে রাহার জন্মের কথা শুনেই জিনিসের পাহাড় দাড় করিয়ে দিয়েছিল। রণবীরের কথায় সে আর কেউ না বরং তাঁর সহ অভিনেতা অনুভব বাসী।

স্ট্যান্ড আপ কমেডির দুনিয়ায় বেশ পরিচিত মুখ অনুভব, সেইই নাকি আলিয়ার প্রেগনেন্সির খবর পাওয়া প্রথম লোকজনের মধ্যে একজন। রণবীরের সঙ্গে কাজ করতে গিয়ে যথেষ্ট ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাঁর। সেই কারণেই, রাহার জন্য জিনিস কিনতে গিয়েছিলেন অনুভব। রণবীর বলেন, “ও যখন জানতে পারে তখন এত্ত শপিং করেছিল, আমার মাও এত জিনিস কেনেনি তাঁর নাতনির জন্য। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম।” অন্যদিকে অনুভব বেশ লজ্জাই পেলেন তাঁর এই কথা শুনে। বললেন…

“পুচকি রাহা তো বটেই, তবে আমি রণবীরকে খুব ভালবাসি। এই মানুষটা খুব ভাল। দোকানের সামনে অন্তত ১৫ মিনিট দাঁড়িয়ে ছিলাম। কী কিনব এটা ভেবে। তারপর ওর জন্য স্নিকার, জামা এসবই কিনেছিলাম। কম করে ছয় বছর অবধি পড়তে পারে এমন কিছু স্নিকার কিনে ফেলেছিলাম আমি।” এখন ছয়মাসের রাহা। আস্তে ধীরে সকলকে চিনতে শিখছে সে।

উল্লেখ্য, রাহাকে নিয়ে এখন বেজায় ব্যস্ত রণবীর আলিয়া। প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছে সে। শুধু তাই নয়, মায়ের মুখে হাত বোলানো শুরু করেছে সে। আর মাও সেই বিষয় বেশ উপভোগ করছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir pointed a good wisher of raha said my didnt shopped this much for her