Advertisment
Presenting Partner
Desktop GIF

এক হাঁটু জলে-বৃষ্টিতে সেবাদান রণদীপের, বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে অভিনেতা

বন্যায় আশ্রয় হারিয়েছেন মানুষ, অভিনেতা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
flood in india, flood in assam, flood in sikkim, flood in uttarakhand, randeep hooda, randeep hooda helped people, ভারতে বন্যা, randeep hooda humanity, randeep hooda haryana, রনদীপ হুদা, টলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

রনদীপ হুদা

বন্যায় ছারখার চারিদিক। কেউ হারিয়েছে তাঁর নিজের বাড়ি, এবং কেউ হারিয়েছে আপনজন। আশ্রয় নিয়েছেন, অন্যত্র কোথাও। এবার, তাদের সাহায্যের উদ্দেশ্যেই এগিয়ে এলেন অভিনেতা রণদীপ হুদা।

Advertisment

দেশের অন্যান্য জায়গার মত হরিয়ানা ভেসে গিয়েছে বন্যায়। নিজের এলাকার জন্য ঝাঁপিয়ে পড়লেন রণদীপ। শুধু তিনি একা নন, তাঁর পার্টনারও রয়েছেন তাঁর সঙ্গে। একটি এনজিও সংস্থার সঙ্গেই হাত মেলালেন তিনি। সেবা করতে দেখা গেল তাঁকে। যারা নিজেদের আশ্রয় হারিয়ে স্থান নিয়েছেন ছাদের আড়ালে, তাঁদের জল থেকে দুধের বোতল, এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন তিনি।

সেই সঙ্গে একটি ভিডিও আপলোড করলেন সকলের উদ্দেশ্যে। যাতে তিনি আর্জি জানালেন, বাকিরাও যাতে হাজির হন নিজেদের মতো করে সেবা করেন। বন্যায় কাহিল হওয়া দুঃস্থদের সঙ্গে রীতিমতো কথা বলতে দেখা গেল তাঁদের। শুধু তাই নয়, তাঁদের কী প্রয়োজন আর কি নয় সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করলেন তিনি। সারা দেশজুড়ে বন্যা, সিকিম থেকে উত্তরাখণ্ড.. মানুষের দুর্বিষহ অবস্থা। পাশে দাঁড়ানোর আর্জি জানালেন অভিনেতা।

তাঁর এই মহৎ কাজে শ্রদ্ধা জানাতে বাকি থাকলেন না অনুরাগীরা। তাঁদের কথায়, আপনাকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুন। আবার কেউ বললেন, মানুষ যে আজও রয়েছে চারিপাশে সেটা দেখেই ভাল লাগে। এক হাঁটু জলে অভিনেতা, সেবা করছেন। এদিকে, ক্রমাগত বৃষ্টি পড়ে চলেছে। নিজের কাঁধে করেই বয়ে নিয়ে গেলেন সবকিছু। রণদীপকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ।

bollywood Randeep Hooda Entertainment News
Advertisment