scorecardresearch

কেরালার বন্যাদুর্গতদের পাশে রণদীপ হুডা

শুধু টাকা দিয়েই সাহায্য নয়, স্ব-শরীরে কেরলে উপস্থিত হয়েছেন নায়ক। খালসা এইড ইন্টারন্যাশনাল প্রত্যেকদিন প্রায় ১৫,০০০ মানুষকে তিনবেলা খাবার পরিবেশন করছে।

কেরালার বন্যাদুর্গতদের পাশে রণদীপ হুডা

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বহু। অগণিত মানুষ ঘরছাড়া, জলের তোড়ে ভেসে গেছে বহু মানুষের সর্বস্ব। খিদের চোটে হারিয়ে ফেলেছে জলের সঙ্গে লড়াই করার শক্তিও। যাঁরা ত্রাণশিবির অবধি পৌঁছাতে পেরেছেন , সেখানে উপচে পড়ছে ভিড় । ২ লক্ষেরও বেশি মানুষকে দেড়হাজারেরও বেশি শিবিরে উদ্ধার করে নিয়ে এসে রাখা হয়েছে। বন্যাদুর্গতদের পাশে থাকার আর্জি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেলেব থেকে আম আদমি, তাঁদের পাশে এসে দাঁড়াতে শুরু করেছেন অনেকেই। বি-টাউনের শাহরুখ থেকে বরুণ ধাওয়ান, অনুষ্কা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা, ফারহান আখতার, সহ আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন ইতিমধ্যেই। তবে এঁদের মাঝে অন্য ভূমিকায়  রণদীপ হুডা।

ইংল্যান্ডের খালসা এইড ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবকেরা কেরালার বন্যয় শিকার মানুষদের জন্য দিনরাত কাজ করে চলেছে। কেরলে গিয়ে তাদের কাজেই হাত মিলিয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। শুধু টাকা দিয়েই সাহায্য নয়, স্ব-শরীরে কেরলে উপস্থিত হয়েছেন নায়ক। খালসা এইড ইন্টারন্যাশনাল সংস্থার সদস্য এই অভিনেতা। প্রথমে এই সংস্থা প্রতিদিন ২০০০ মানুষকে খাবার বিতরণ করছিল। সম্প্রতি প্রত্যেকদিন প্রায় ১৫,০০০ মানুষকে তিনবেলা খাবার পরিবেশন করছে তারা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Randeep hooda reaches kerala joins khalsa aid to serve meals to flood victims