রঙ্গিলা রাজা ছবি নিয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি, বললেন বলিউড অভিনেতা গোবিন্দা। একইসঙ্গে তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রির কেউ কেউ চায় না যে তাঁর ছবি রিলিজ করুক। শনিবার এক প্রেস কনফারেন্সে রঙ্গিলা রাজার নির্মাতা-নির্দেশক তথা সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালনির উপস্থিতিতে এ কথা বলেছেন গোবিন্দা।
গোবিন্দা বলেন, ‘‘৯ বছর আগে আমি নিজের ছবি রিলিজ কার শুরু করি। সে সময়ে যে ছবি হিট করতে পারত, সেগুলো মুক্তি পায়নি। আমি জানি না কারা আমার ছবির মুক্তি চায় না। আমার ছবি স্যান্ডউইচ দীরঘদিন ধরে মুক্তি পায়নি। ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু আমির খান এবং সলমন খান আমাকে জিজ্ঞাসা করেছিল যে এ ছবি এতদিন মুক্তি পায়নি কেন। আমি চুপ করে ছিলাম। ছোটবেলায় আমাকে শেখানো হয়েছিল যে এসব ভাগ্যের উপর নির্ভর করে। ফলে আমাকে কাজ করে যেতে হবে সামনের দিকে তাকিয়ে। তারপর আমার অনেক ছবি মুক্তি পায়নি। আমাকে বহুবার বলা হয়েছে যে ফিনান্সার এবং প্রডিউসারদের মধ্যে ঝামেলা হয়েছে। কখনও কখনও আমার ছবি আইনি ঝামেলার মুখে পড়েছে। এরপর আমার ছবি অষ্টবিনায়ক মুক্তি পেল না, কিন্তু রোহিত শেট্টির ছবি একই সময়ে রিলিজ করে গেল। আমার বহু ছবি আজ পর্যন্ত দিনের আলো দেখেনি।’’
সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে সমস্যায় রঙ্গিলা রাজা
৫৫ বছর বয়সী গোবিন্দার ক্ষোভ এখানেই শেষ হয়নি। তিনি বলেন, ‘‘সম্প্রতি আমার ছবি ফ্রাইডে মুক্তি পেয়েছে এবং ৩.৫ রেটিংও পেয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণ হল পায়নি। যুক্তি হিসেবে বলা হয়েছে, ’গোবিন্দার ছবি দেখতে যথেষ্ট লোক আসে না।’ আমি এরও কোনও উত্তর দিইনি। চুপ করে ছিলাম। কিন্তু এবার পহলাজ নিহালনির ছবি সেন্সর বোর্ড থেকে তারিখ অবধি পায়নি। এটা চিন্তার বিষয়। আমি এ সব এতদিন ধরে সহ্য করে আসছি। ৯ বছর ধরে আমি লড়ে যাচ্ছি। সমস্যাটা কী? সমস্যাটা কোথায়? আমি জানি না আমি কী ভুল করেছি, কিন্তু আমি তা নিয়ে আলোচনাও করতে চাই না। আমি এখন রাজনীতির বাইরে। আমি যাতে কাজ না করতে পারি, আমার কাজ দেখাতে না পারি, নিশ্চিতভাবেই সে ব্যাপারে চক্রান্ত চলছে। কিন্তু আমি ছেড়ে দেব না।’’
‘‘যেহেতু এবার পহলাজজির সঙ্গে এরকম হচ্ছে, সে জন্য আমি এসব বললাম। যদি এরকম চলতে থাকে, আমি জানি না যে আমি কী করব।’’
Read the Full Story in English