Advertisment

মেয়ের স্কুলে গিয়েই সাংঘাতিক কাঁদেন রানী মুখোপাধ্যায়! বর আদিত্য রাগের চোটে…

রানী নিজে মুখেই বললেন একথা! তারপর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rani mukherjee, রানী মুখোপাধ্যায়, rani mukherjee news, rani mukherjee tollywood, rani mukherjee bollywood, rani mukherjee daughter, rani mukherjee new movie, rani mukherjee aditya chopra, রানীর মেয়ে আদিরা, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

রানীর স্বীকারোক্তি

ভাল অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ভাল মা হওয়াও জরুরি। অনেক অভিনেত্রী এমনও আছেন যাঁরা, নিকের ছেলেমেয়েকে মানুষ করতে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন আবার হয়তো অনেকবছর পর ফিরে এসছেন। কিন্তু, রানী মুখোপাধ্যায়? তিনি অনন্য...

Advertisment

মেয়ে আদিরা এখন স্কুলে পরে। মেয়ে হওয়ার পর বেশ কিছুদিন ইন্ডাস্ট্রি থেকে দূরেই ছিলেন। এমনকি নেটজনতা থেকে দর্শক সকলের চোখের আড়ালেই বড় করেছেন তাঁকে। কিন্তু, আদিরাকে নিয়ে স্কুলে গেলেই রানীর চোখ দিয়ে জল পড়তে থাকা যেন সহজাত ধর্ম হয়ে দাঁড়িয়েছে। মা হয়ে মেয়ের স্কুলে গিয়ে কাঁদেন বলি অভিনেত্রী? তাও, মাত্রা এতই যে রীতিমতো রেগে যান আদিত্য চোপড়া?

আরও পড়ুন < ‘মেয়েদের বস্তু-বিশেষণে ফেলে দেওয়া খুব সোজা..’, জীবনের ‘সিঁড়ি’তে ওঠানামার গল্প শোনালেন তুহিনা >

করিনা কাপুরকেই একথা জানিয়েছিলেন রানী। বলেন, "আমি তো আমার মেয়ের স্কুলে গেলেই আমার দু চোখ বেয়ে জল নামে। ঠিক যেন হিন্দি ছবির মত। কিন্তু কেন? অভিনেত্রীর কথায়, আমার মেয়ের প্যারেন্টস টিচার মিটিং-এ গেলেই আমার যেন চোখের জল ধরে না। ওনারা আমার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। খালি বলেন, আপনি ওকে কী দারুণ বড় করেছেন। আমরা আর কী বলব। ও খুব মিষ্টি, মানুষকে সম্মান করে। আমার তো আনন্দে চোখে জল চলে আসে। মনে হয়, অস্কার জিতেছি। আমি তো জানি, যে কীভাবে ওকে বড় করেছি।"

আরও পড়ুন < ‘সর্বনাশ! আমার মত মেয়েকে সামলানো…’, মেয়ে নিসাকে মা কাজল বললেন, ‘ আমি তো চাই..’ >

এখানেই শেষ নয়, অভিনেত্রীর কাছে মেয়ের প্রশংসা অর্থাৎ পুরস্কার জেতা। আর এসব দৃশ্য দেখেই রেগে যান আদিত্য। কান্নার কী আছে? সকলের সামনে এভাবে কেউ কাঁদে? রানীর কাণ্ডে থতমত খেয়ে যান আদিত্য। কিন্তু, নিজের মায়ের এই নতুন দিক নিদারুণ উপভোগ করেন তিনি।

rani mukherjee bollywood Entertainment News
Advertisment