রানি মুখোপাধ্যায়ের ছবি 'মরদানি টু'-তে আপাত মিষ্টি চেহারার নৃশংস ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন যিনি, তাঁর নাম বিশাল জেঠওয়া। গত ১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মস-এর এই বহু প্রতীক্ষিত সিকোয়েলটি। প্রথম উইকএন্ড-এই ভাল ব্যবসা করেছে এই ছবি। ছবিতে রানি মুখোপাধ্যায় অভিনীত শিবানী শিবাজি রায়ের মতে একটি লার্জার দ্যান লাইফ চরিত্রের বিপরীতে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছেন বিশাল। এই তরুণ অভিনেতার সম্পর্কে ৫টি তথ্য রইল--
Advertisment
১. ১৯৯৪ সালে একটি গুজরাতি পরিবারে জন্ম বিশাল জেঠওয়ার। এখন বয়স ২৫। স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা গুজরাতেই।
২. বিশালের অভিনয় জীবন শুরু হিন্দি টেলিভিশনের ধারাবাহিক, 'ভারত কা বীরপুত্র মহারাণা প্রতাপ'-এ, যেখানে তিনি অভিনয় করেন তরুণ আকবর-এর চরিত্রে। ২০১৩-২৪ নাগাদ সম্প্রচার হতো এই ধারাবাহিকটি সোনি টিভি-তে।
৩. এর পরে একাধিক হিন্দি ধারাবাহিকে সাপোর্টিং চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। যেমন 'সঙ্কটমোচন মহাবলী হনুমান', 'ক্রাইম প্যাট্রল', 'এক দুজে কে ওয়াস্তে' ইত্যাদি। বিশেষ উল্লেখযোগ্য 'পেশওয়া বাজিরাও'-তে নাসির জঙ্গ এবং 'দিয়া অউর বাতি হম'-এ ছোটা প্যাকেট-এর চরিত্রগুলি। এছাড়া বিগ ম্যাজিক চ্যানেলে শ্রীকৃষ্ণের ভূমিকাতেও দেখা গিয়েছে বিশালকে চক্রধারী অজয় কৃষ্ণ ধারাবাহিকে।
৪. বিশালের টেলিভিশন কেরিয়ারে বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারও রয়েছে। দুবার লায়নস গোল্ড অ্যাওয়ার্ডস পেয়েছেন অভিনেতা।
৫. 'মরদানি টু'-তে বিশালের কাস্টিং হয়েছিল খুবই অদ্ভুতভাবে। সম্প্রতি একটি গসিপ ওয়েবসাইটের প্রতিবেদনে তা প্রকাশ্যে এসেছে। ওই সিনেমায় একজন সিরিয়াল ধর্ষক ও খুনির চরিত্রে অভিনয় করেছেন বিশাল। দেশে সাম্প্রতিককালে এমন বেশ কিছু নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটায় তেমন একটি চরিত্রে অভিনয় করতে রাজি হননি বহু নামী অভিনেতা। ওদিকে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। বিশাল যেহেতু এর আগে টেলিভিশনে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে, তাই ওঁকেই কাস্ট করা হয় এই ছবিতে।