Advertisment
Presenting Partner
Desktop GIF

Rani and Kareena regrets on Karan Johar: 'আমাদের অনুশোচনা হয় এখন...', করণের সঙ্গে বন্ধুত্ব ফ্যাসাদে ফেলল রানী-করিনাকে?

Rani and Kareena: বেশ অনেকদিন পর রানী এবং করিনা একসঙ্গে। বান্ধবীর গালে মিষ্টি চুমু এঁকে দেন করিনা। বেবোকে এতটা চিয়ারিং মুডে দেখে করণ যেন আপ্লুত। তাই তো তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rani and kajol updates

Rani-Kareena to Kjo: করণকে কেন এমন বললেন তাঁরা?

যখন দুই পুরোনো বান্ধবীর দেখা হয়, তখন তারা খুব স্বাভাবিক একে অপরকে জড়িয়ে ধরবেন। গতকাল রাহার জন্মদিনের উৎসবে হলোও তাই। আলিয়া এবং রণবীর মেয়ের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউডের অনেক তারকাকে।

Advertisment

সেখানে নিজের সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন রানী মুখোপাধ্যায়, করণ জোহর থেকে করিনা কাপুর। দেখা হল ইন্ডাস্ট্রির দুই লিডিং লেডির। করিনা এবং রানী, দুজনেই বেশ ভাল বন্ধু। স্ক্রিন প্রেজেন্সের পাশাপাশি মাঝেমধ্যেই নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়।

আর যদি সেখানে করণ জোহর উপস্থিত থাকেন তাহলে কিছু এমন হবেই যা নজর এড়ানো সম্ভব না। গতকাল তাই হল। মুঝসে দোস্তি কারোগের দুই লিডিং লেডিকে সামনে দেখেই করণ জোহর শুরু করলেন নিজের কান্ড কীর্তি। রানী যেই মুহুর্তে করিনাকে জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে করণ বলে উঠলেন, 'হ্যালো মুঝসে দোস্তি কারোগে?' 

আঁতকে ওঠেন রানী। কিন্তু বান্ধবীর গালে মিষ্টি চুমু এঁকে দেন করিনা। বেবোকে এতটা চিয়ারিং মুডে দেখে করণ যেন আপ্লুত। তাই তো তিনি করিনার পুহ ডায়লগ বলে বসলেন, 'আরেহ! এই লাইক ইট। প্রমে আমি তোমার সঙ্গেই যাব।' কিন্তু অভিনেত্রী নিজের মুখ লোকাতে ব্যস্ত। তাঁকে দেখা গেল নিজের হাত দিয়ে মুখ ঢাকছেন তিনি। কিন্তু রানী? 

তিনি সবসময় অন পয়েন্ট। যেই করণ তাঁকে জিজ্ঞেস করলেন, 'তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' আদিত্য ঘরণী সোজা তাঁকে উত্তর দিলেন, 'জীবনে না'। পাশ থেকে করিনা উত্তর দেন। 'সত্যিই তাই, জীবনে না। আমাদের আফসোস-অনুশোচনা হচ্ছে যে তোমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল।' রানীর হাসি কে থামায়? তিনি হেসেই চলেছেন এইসব কান্ড কারখানায়।

এদিকে, করণ এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, যখন পূহর সঙ্গে টিনার দেখা হয়। ভক্তরা, সেই পোস্টে মন্তব্য করেছেন। কেউ বললেন, উনাদের একসঙ্গে স্ক্রিনে ফিরিয়ে নিয়ে আসুন। এদিকে Netflix ইন্ডিয়ার তরফে মন্তব্য দেখা গেল, অঞ্জলী ৩৭টা মিসকল দিয়েছে। কেউ বললেন, করণ জোহর নিজেই পূহ, তাই তো করিনা আর রানীর এত হাসি।

 

Bollywood Actor rani mukherjee Kareena Kapoor Khan karan johar bollywood bollywood actress
Advertisment