/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/rani.jpg)
rani mukherjee- অসভ্যতামি করেন রানী?
রানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। অভিনেত্রী নাকি খারাপ আচরণের জন্য পরিচিত বলিউডে। তাঁর সম্পর্কে বিরাট মন্তব্য করে বসলেন এক পরিচিত।
একজন নায়িকার সঙ্গে কি শুধু নায়কের পরিচিতি থাকে! একেবারেই না, তাঁর পরিচিতি থাকে গোটা একটা টিমের সঙ্গে। যেখানে, হেয়ার স্টাইলিস্ট থেকে মেকাপ আর্টিস্ট অনেকেই থাকেন। তাদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তাঁরা। আর নায়িকাদের গোপন খবর তারাই রাখেন। অভিনেত্রী রানী মুখোপাধ্যায়কে নিয়েই এবার বিস্ফোরক বলিউড হেয়ার স্টাইলিস্ট।
সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট মারিয়া কঙ্গনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর আগেও তিনি কাজ করেছেন ঐশ্বর্য রাই এবং রানী মুখোপাধ্যায়ের সঙ্গে। নায়িকাদের কত রকমের যে নাটুকে হাবভাব থাকে সেকথাই জানিয়েছিলেন মারিয়া। আর রানী মুখোপাধ্যায় যে কতটা অসভ্য সেই ব্যাখ্যাও দিয়েছিলেন। বাঙালি এই নায়িকা, নাকি ফ্লোরে হেয়ার স্টাইলিস্টদের সঙ্গে সমানে ঝগড়া করেন!
মারিয়া বলেন, "রানী সবসময়ই একটু মেজাজ দেখাতো। নিজের হেয়ার স্টাইল নিয়ে উনি স্টাইলিস্টদের সঙ্গে ঝগড়া করতেন। ঘনঘন সেটা বদলানোর দাবি করতেন। একবার মনে আছে উনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম যে একটা ব্রাইডাল বুকিং আছে। উনি আমায় ডাকতেন মাঝেমাঝে। আর আমি সেখানে গিয়েই কতবার যে তাঁর হেয়ার স্টাইল বদলেছি! বলে বোঝাতে পারব না। এটা উনি সকলের সঙ্গে করতেন। ধমকে কথা বলতেন, বারবার বিরক্ত করতেন।"
মারিয়া সাজিয়েছেন অনেককেই। দুই বিশ্ব সুন্দরীর নাম না নিলেই নয়। ঐশ্বর্য রাই এবং সুস্মিতা সেন সেই দলে রয়েছেন। কিন্তু তারা কোনোদিন অভিযোগ করতেন না। সেখানে রানী মুখোপাধ্যায় কেন এমন এটাই বিরক্ত করতে তাঁকে। এবং তিনি এও স্বীকার করেন যে রানীকে অভিশাপ দিয়েছিলেন তিনি।