Advertisment

Ranieeta Das: রনিতার জীবনে নতুন কেউ? আগে থেকেই হাঁড়ির খবর জানতেন সৌরভ!

Tollywood news : রনিতার জীবনে নতুন কেউ এল নাকি? কাছের মানুষের কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranieeta das at dadagiri shared her love Krishna vagaban

Actress Ranieeta: কার প্রেমে পড়েছেন তিনি?

অভিনেত্রী রনিতা দাসের ( Ranieeta Das ) জীবনে প্রেমের ঝর্না বইছে? কীভাবে? ফের নতুন সম্পর্কে জড়ালেন তিনি? প্রেমিক রিজুর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নতুন গুঞ্জন।

Advertisment

মাঝখানে শোনা গিয়েছিল তিনি নাকি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও, সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায় নি। তাদের নতুন কাজের সূত্রেই বন্ধুত্ব এগিয়েছে বহুদূর। এদিকে, দাদাগিরির ( Dadagiri ) মঞ্চে দাঁড়িয়েই রনিতা বলেন আজকাল একজনের প্রতি প্রচণ্ড মাত্রায় ভালবাসা বেরেছে তাঁর।

দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly ) অবশ্য সে কে, আগে থেকে জানতেন। তাই তো, প্রকাশ্যে জিজ্ঞেস করলেন, তোমার নাকি তাঁর প্রতি প্রেম হয়েছে আজকাল। অভিনেত্রী, বলেন হ্যাঁ! কিছুদিন হল। হঠাৎ করেই বেড়েছে। কারণ, জানতে চাইলে তিনি আরও বলেন.. "আজকাল আমার সব কথা সে শুনছে। এবং তাড়াতাড়ি সেটা পূরণ করছে। হয়তো মাথা গরম কোনও কারণে, তাঁকে যদি রাগ দেখিয়ে বলছি, যে এটা ঠিক হল না কেন, বা কিছু সেটা শুনছে।

আরও পড়ুন - Nachiketa Chakraborty: ‘রাজনৈতিক ক্ষমতা আরও নষ্ট করে দেবে আমায়..’, সমাজ বদলাতে পারলেন না ‘মার্কসবাদী’ নচিকেতা?

আসলে কে এই প্রেমিক? যার কথা তিনি বললেন, তাঁকে এই বিশ্বের সকলেই ভালবাসেন। তিনি এককথায় সকলের প্রেমিক। কারণ, তাঁর মতো চুটকিতে সমস্যার সমাধান আর কেউ করতে পারে না। সে আর কেউ নয়, বরং কৃষ্ণ। রনিতার জীবনে, নতুন প্রেমিকের নাম আসলে সেইই। অভিনেত্রী, এখন তাঁকেই মন দিয়ে বসেছেন।

প্রকাশ্যে বলেন, হয়ে গেল বিষয়টা! কীভাবে হল আমি জানি না। মাথায় যদি কিছু ঘুরছে সেটাও রেগে গিয়ে যদি তাঁর দিকে তাকিয়ে বলছি, সেটা নিয়ে আর বেশিদিন কষ্ট পেতে হচ্ছে না। আর তাঁর এই মন্তব্যের সময়ই বেশ অবাক হতে দেখা গেল সপ্তর্ষিকে। দিব্যি হাসছিলেন অভিনেতা। চমৎকারের কথা শুনে আপ্লুত সৌরভ খোদ।

tollywood Entertainment News Sourav Ganguly Ranita Das
Advertisment